বাংলাদেশে দূতাবাস খুলবে মেক্সিকো
চলতি বছরের দ্বিতীয়ার্ধে বাংলাদেশে দূতাবাস খোলার ঘোষণা দিয়েছেন মেক্সিকোর পররাষ্ট্র সচিব মার্সেলো এব্রার্ড।
শুক্রবার ভারতের নয়াদিল্লিতে জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এ ঘোষণা দেন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
এসময় মেক্সিকোর পররাষ্ট্র সচিব বলেন, '১৭ কোটির বেশি জনসংখ্যা নিয়ে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি বড় ক্রীড়নক।'
তিনি আরও বলেন, 'মেক্সিকো বাংলাদেশের সঙ্গে ব্যবসা ও সহযোগিতা বৃদ্ধি করতে আগ্রহী, বিশেষ করে ওষুধ, কৃষি বাণিজ্য এবং প্রযুক্তি খাতে।'
মেক্সিকোয় ইতিমধ্যে বাংলাদেশের একটি দূতাবাস রয়েছে।
Comments