টেকসই সরকারি ক্রয় নীতির খসড়া চূড়ান্ত করতে কর্মশালা
টেকসই সরকারি ক্রয় নীতির খসড়া চূড়ান্ত করতে ১৬ মার্চ এনইসি সম্মেলন কক্ষে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) কর্মশালাটির আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। সভাপতিত্ব করেন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন। কর্মশালায় আবুল কাশেম মো. মহিউদ্দিন স্বাগত বক্তব্য দেন এবং সিপিটিইউ'র মহাপরিচালক মো. শোহেলের রহমান চৌধুরী খসড়া টেকসই সরকারি ক্রয় নীতির ওপর মূল উপস্থাপনা পেশ করেন।
বিশ্বব্যাংক ঢাকা অফিসের লিড প্রকিউরমেন্ট স্পেশালিষ্ট আহসান আলী এবং ডিমেপ টাস্ক টিম লিডার ও বিশ্বব্যাংক ঢাকা অফিসের সিনিয়র প্রকিউরমেন্ট স্পেশালিষ্ট মোস্তাফিজুর রহমান খসড়া টেকসই সরকারি ক্রয় নীতির বিষয়ে বক্তব্য রাখেন।
সরকারি ক্রয়ে অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত দিক বিবেচনাসহ আরও কিছু মৌলিক বিষয় যুক্ত করার উদ্দেশ্যে এই টেকসই সরকারি ক্রয় নীতি প্রণয়ন করা হয়েছে। কর্মশালায় উপস্থিত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা, সিপিটিইউ'র ডিমেপ প্রকল্পের আওতায় নির্বাচিত সরকারি ক্রয়কারী সংস্থার প্রতিনিধিরা ওই খসড়া নীতির বিষয়ে মতামত ব্যক্ত করেন।
এসব মতামতের ভিত্তিতে সিপিটিইউ এই নীতির খসড়া চূড়ান্ত করবে।
উল্লেখ্য, ২০৩০ এর মধ্যে টেকসই সরকারি ক্রয় ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সিপিটিইউ কাজ করছে। টেকসই উন্নয়ন অভীষ্ট ২০৩০ এর ১২.৭ এ সরকারি ক্রয়ে এসডিজি টার্গেট অর্জনের বিষয়টি উল্লেখ করা হয়েছে।
Comments