পিরোজপুরে টিউবওয়েল থেকে বের হচ্ছে গ্যাস

পিরোজপুর পৌরসভা এলাকায় একটি বাড়িতে টিউবওয়েল থেকে অনবরত গ্যাস বের হওয়ার ঘটনায় এলাকায় সাড়া পড়ে গেছে।
টিউবওয়েল দিয়ে বেরিয়ে আসা গ্যাসে জ্বলছে আগুন। ছবি: সংগৃহীত

পিরোজপুর পৌরসভা এলাকায় একটি বাড়িতে টিউবওয়েল থেকে অনবরত গ্যাস বের হওয়ার ঘটনায় এলাকায় সাড়া পড়ে গেছে।

সপ্তাহখানেক আগে ঝাটকাঠি এলাকার সাহেব পাড়ায় সুশীল শীল তার বাড়িতে টিউবওয়েলটি স্থাপন করেন। এরপর শুক্রবার রাতে সেখান থেকে গ্যাস বেরিয়ে আসার বিষয়টি নজরে আসে। গ্যাসে দেশলাইয়ের কাঠি ধরলে দাউ দাউ করে আগুনের শিখা উঠছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা টিউবওয়েলটি পরিদর্শন করেছে।

সুশীল শীল জানান, এক সপ্তাহ আগে সে বাড়ির আঙিনায় ১২০ ফুট গভীর পাইপ দিয়ে টিউবওয়েল স্থাপন করেন। এরপর থেকেই টিউবওয়েলটি থেকে অনবরত পানি পড়ছে। তবে টিউবওয়েল বসানোর পর সেখান থেকে পানি বেরোনোর বিষয়টি স্বাভাবিক বলে জানিয়েছিলেন টিউবওয়েলের মিস্ত্রিরা। তাই এ নিয়ে কোনো দুশ্চিন্তা ছিল না।

কিন্তু গত শুক্রবার রাতে স্থানীয় কয়েকজন যুবক টিউবওয়েলের মুখে লাইটার জ্বাললে বাতাসে আগুন জ্বলতে থাকে। এই ঘটনার একটি ভিডিও ফেসবুক থেকে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের নজরে আসে। এরপর পিরোজপুর ফায়ার স্টেশনের কর্মী এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মরিয়ম জাহান ঘটনাস্থল পরিদর্শন করেন।

টিউবওয়েল থেকে গ্যাস বেরোনোর ব্যাপারে সুশীলের এক প্রতিবেশী জানান, সন্ধ্যার পর তারা কয়েক বন্ধু এক সঙ্গে বসেছিল। টিউবওয়েল থেকে পানি পড়ার কথা শুনে তারা সেখানে যান। এরপর টিউবওয়েল এর মুখে লাইটার জ্বালানোর পর আগুন জ্বলতে থাকে। এই ঘটনার কথা জানাজানি হওয়ার পর বাড়িটিতে উৎসুক মানুষের ভিড় লেগেই আছে।

ইউএনও মরিয়ম জাহান জানান, গ্যাস বের হওয়ায় টিউবওয়েলটি বন্ধ করে দেওয়া হবে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।

Comments

The Daily Star  | English
economic challenges for interim government

The steep economic challenges that the interim government faces

It is crucial for the interim government to focus on setting a strong foundation for future changes.

9h ago