ফেনী ও টাঙ্গাইলে মহাসড়কের পাশে মরদেহ উদ্ধার

ফেনী ও টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে ২টি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে এক অজ্ঞাত নারীকে উদ্ধার করা হয় আজ রোববার ভোররাত ৫টার দিকে। ফেনীর মহিপাল হাইওয়ে পুলিশ তাকে উদ্ধার করে ফেনী হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, রোববার ভোররাত ৩টার দিকে তারা খবর পেয়ে ঘটনাস্থলে যায়।
মহিপাল হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) বিজয় প্রসাদ রায় বলেন, 'ওই নারীর কোনো পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৫৫ থেকে ৬০ বছর হবে। গায়ের রং ফর্সা, পরনে ঘিয়া ও হলুদ রংয়ের সেলোয়ার কামিজ রয়েছে।'
তিনি আরও বলেন, 'তার শরীরের আঘাতের চিহ্ন দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে, তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তবে কোন গাড়িতে বা কীভাবে আহত হয়েছেন, তার কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী সদর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।'
মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, 'ওই নারীর পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পক্ষ থেকে আঙ্গুলের ছাপ নেওয়া হয়েছে।'
অপরদিকে আজ টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের গোলাবাড়ি সেতুর কাছ থেকে মধুপুর থানা পুলিশ এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাছানো হয়।
নিহত কিশোর মোহাম্মদ মনি (১৫) জামালপুরের সরিষাবাড়ি উপজেলার রুদ্র বয়রা গ্রামের বাসিন্দা ছিল।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল আমিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'মহাসড়কের পাশে জঙ্গলে পড়ে ছিল কিশোরের মরদেহটি। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'
Comments