ই-জিপিতে একদিনে ২২৩০ দরপত্র উন্মুক্ত করার রেকর্ড

ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) পদ্ধতিতে আজ একদিনে সর্বোচ্চ ২ হাজার ২৩০টি দরপত্র উন্মুক্ত করা হয়েছে। ই-জিপিতে সিস্টেমে আজই সর্বোচ্চ সংখ্যক দরপত্র উন্মুক্ত করা হলো। এর আগে একদিনে সর্বোচ্চ ১ হাজার ৫০৮টি দরপত্র উন্মুক্ত করা হয়েছিল।
২০১১ সালে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট ই-জিপি সিস্টেম চালু করে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই পদ্ধতিতে এখন পর্যন্ত মোট ১০৫৫৬৯ দরপত্রদাতা এবং ১১১৭৪টি ক্রয়কারী অফিস নিবন্ধিত হয়েছে। ই-জিপি সিস্টেমে এ পর্যন্ত মোট ৬ লাখ ৮৬ হাজার ৭০৩টি দরপত্র আহ্বান করা হয়েছে।
এতে আরও বলা হয়, ই-জিপি পদ্ধতির মাধ্যমে বছরে ৬০০ মিলিয়ন মার্কিন ডলার সাশ্রয় করছে বাংলাদেশ। এতে ক্রয় প্রক্রিয়াকরণ সংক্রান্ত কাজে ভ্রমণের দূরত্ব প্রায় ৪৯৭ কিলোমিটার কমেছে। প্রায় ১০৫৩ মিলিয়ন পৃষ্ঠা কাগজ সাশ্রয় হয়েছে। কার্বন ডাই অক্সাইড নির্গমন কমেছে প্রায় ১ লাখ ৫৩ হাজার টন। প্রকিউরমেন্ট লিড টাইমও ১০০ দিন থেকে ৫৭ দিনে নেমে এসেছে।
Comments