চাঁদপুরে মেঘনা থেকে ধরা ৫৭৫০ কেজি পাঙাশের পোনা জব্দ

চাঁদপুরে তিন দিনে মেঘনা নদী থেকে ধরা ৫ হাজার ৭৫০ কেজি পাঙাশের পোনা জব্দ করেছে কোস্ট গার্ড। ছবি: সংগৃহীত

চাঁদপুরে মেঘনা নদীর মোহনায় বাঁশের চাঁই দিয়ে পাঙাশের পোনা নিধন চলছে। গত এক সপ্তাহে তিনটি অভিযানে ৫ হাজার ৭৫০ কেজি পাঙাশের পোনা ও ১০টি চাঁই জব্দ করেছে কোস্টগার্ড।

কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ বলেন, গত সোমবার সদর উপজেলার রাজরাাজেশ্বর এলাকায় মেঘনা নদী থেকে দেড় হাজার কেজি পাঙাশের পোনা ও তিনটি চাঁই, গত বৃহস্পতিবার একই উপজেলার মিনি কক্সবাজার এলাকা থেকে ২ হাজার ৫০ কেজি পোনা ও ছয়টি চাঁই এবং আজ শনিবার সকালে আনন্দ বাজার ও লালপুর এলাকায় একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা থেকে ১ হাজার ২০০ কেজি পোনা ও তিনটি চাঁই জব্দ করা হয়।

এসব অভিযানে যুক্ত ছিলেন সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম। তিনি বলেন, জব্দকৃত পাঙাশের পোনা স্থানীয় এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। নৌ পুলিশ তৎপর থাকলে জেলেরা চাঁই নিয়ে নদীতে যেতে পারত না।

স্থানীয় জেলে শাহ আলম মল্লিক বলেন, চাঁদপুরে মেঘনা নদী পাঙাশের পোনার অভ্যায়শ্রম হলেও প্রতি রাতে চাঁই দিয়ে হাজার হাজার কেজি পোনা নিধন চলছে। প্রকাশ্যে রাস্তাঘাটে বাজারে পোনা মাছ কেনাবেচা হচ্ছে। পোনা মাছ রক্ষায় প্রশাসনিক কোনো তৎপরতা নেই। গত একসপ্তাহে যে পরিমাণ পাঙাসের পোনা জব্দ হয়েছে এগুলো বড় হলে অন্তত এক লাখ কেজি বড় পাঙাশ পাওয়া যেত।

জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী বলেন, জাটকা নিধন বন্ধে আমাদের টাস্কফোর্স সব সময় তৎপর ছিল। পাঙাসের পোনা রক্ষায় কোস্টগার্ড তৎপর রয়েছে। আমরা নৌ পুলিশকেও এ ব্যাপারে তৎপর হওয়ার আহ্বান জানাব।

এ ব্যাপারে চাঁদপুর নৌ-পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, আমি গত তিন দিন ছিলাম না। এ বিষয়ে বলতে পারব না। তবে এখনই আমরা ব্যবস্থা নিচ্ছি।

Comments

The Daily Star  | English

Demand to ban AL: Mass rally continues at Shahbagh

Leaders and activists from different organisations joined the gathering at 3:00pm today

7m ago