জামালপুরে ২ ঘণ্টায় কুকুরের কামড়ে ৪৪ জন হাসপাতালে

জামালপুরে ২ ঘণ্টায় কুকুরে কামড়ানো ৪৪ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টার মধ্যে শহরের গেটপাড়, কাচারীপাড়া, ফুলবাড়িয়া এবং এর আশপাশের এলাকাগুলোতে এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্র জানায়, আজ দুপুরে ৪৪ জন কুকুরে কামড়ানো ব্যক্তি হাসপাতালে আসেন। হাসপাতালের রেজিস্টার অনুযায়ী কুকুরের কামড় খাওয়া অধিকাংশই শহরের ফুলবাড়িয়া এলাকার বাসিন্দা।
জরুরি বিভাগে কর্তব্যরত ডা. তৌহিদুল ইসলাম রাজিব জানান, যে কুকুর কামড়েছে সেটি জলাতঙ্ক আক্রান্ত কি না জানা যায়নি। তাদের প্রত্যেকের শরীরের বিভিন্নস্থানে ক্ষত ছিল। তারা চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।
এ বিষয়ে জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক মাহফুজুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, আজ সকাল ১১ থেকে সাড়ে ১২টার মধ্যে ৪৪ জন কুকুরকে কামড়েছে। তারা সবাই জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
Comments