মিরপুর চিড়িয়াখানায় শিশুর হাত ছিঁড়ে নিল হায়েনা

রাজধানীর মিরপুর চিড়িয়াখানায় এক শিশুকে কামড় বসিয়ে হাত ছিঁড়ে নিয়েছে হায়েনা।
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর চিড়িয়াখানায় এক শিশুকে কামড় বসিয়ে হাত ছিঁড়ে নিয়েছে হায়েনা।

আজ বৃহস্পতিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। আহত শিশুর নাম মো. সাইফ। তার বয়স ২ বছর।

দারুস সালাম জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মফিজুর রহমান পলাশ দ্য ডেইলি স্টারকে বলেন, 'ওই শিশু, তার মা ও আত্নীয় স্বজনসহ ৭ জন মিলে চিড়িয়াখানায় ঘুরতে গিয়েছিল। নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে শিশুটি হায়েনার খাঁচার কাছে চলে যায়।'

ওই শিশুকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাধীন।

শিশুটির মা শিউলি বেগম দ্য ডেইলি স্টারকে বলেন, 'সাড়ে ১০টা থেকে ১১টার দিকে এ ঘটনা ঘটে। ও আমার কোলেই ছিল। হঠাৎ কোল থেকে নেমে হায়েনার খাঁচার ভেতরে হাত ঢুকিয়ে দিয়েছে।'

হায়েনা শিশুটির হাত কামড়ে কনুইয়ের নিচ থেকে বিচ্ছিন্ন করে নিয়ে ছিড়ে নিয়ে গেছে।

নিটোরে চিকিৎসা শেষে তাকে মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে নিয়ে ইনজেকশন দেওয়া হয়েছে। পরে আবার নিটোরে ভর্তি করা হবে।

Comments

The Daily Star  | English

Democracy must continue in Bangladesh at any cost: PM

Prime Minister Sheikh Hasina has said democracy must continue in Bangladesh at any cost, reiterating her commitment to hold the next general election in a free and fair manner

39m ago