কার্টুনিস্ট এম এ কুদ্দুস মারা গেছেন
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সিনিয়র সহ-সভাপতি, কার্টুনিস্ট এম এ কুদ্দুস মারা গেছেন।
আজ শনিবার ভোরে ঢাকার শাহীনবাগ এলাকায় নিজ বাসায় স্ট্রোক করে মারা গেছেন তিনি।
ডিইউজের প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজু হামিদ দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন। বাদ জোহর প্রেস ক্লাবে তার জানাজা অনুষ্ঠিত হবে।
তিনি দৈনিক সংবাদ পত্রিকায় কর্মরত ছিলেন। এর আগে ইত্তেফাকসহ বেশ কয়েকটি পত্রিকায় কাজ করেছেন তিনি।
Comments