টিয়ারশেল-সাউন্ড গ্রেনেডে পোশাকশ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ

বেতন বাড়ানোর পাশাপাশি হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করা পোশাকশ্রমিকদের টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের প্রতিবেদক জানান, সকাল ৮টা থেকেই পোশাকশ্রমিকরা বিক্ষোভ করছিলেন। দুপুর ১২টার দিকে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। তারা শ্রমিকদের ধাওয়া দিয়ে মিরপুর-১০ থেকে মিরপুর-১১ এর দিকে নিয়ে যায়। পুলিশের সঙ্গে বিজিবির একটি দলও ছিল। তবে বিজিবি দল টিয়ারশেল বা সাউন্ড গ্রেনেড ছোড়েনি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পোশাকশ্রমিক ডেইলি স্টারকে বলেন, 'বেতন বাড়ানো ও আমাদের ওপর হামলাকারী আওয়ামী লীগ-যুবলীগ কর্মীদের গ্রেপ্তার দাবিতে আমরা শান্তিপূর্ণভাবে অবরোধ করছিলাম। কিন্তু পুলিশ এসে আমাদের ওপর হামলা করে আমাদের ছত্রভঙ্গ করে দেয়।'
বিষয়টি নিয়ে ঢাকা মহানগর পুলিশের মিরপুর জোনের সহকারী কমিশনার হাসান মেহতারীন বলেন, গত কয়েকদিন ধরে পোশাকশ্রমিকরা আন্দোলন করছেন। আজকেও মিরপুরের দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করেন। এক পর্যায়ে তারা দুই ওসির ওপর হামলা করেন। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
Comments