প্রায় ৩ ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ চালু
প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে এই যোগাযোগ শুরু হয়।
লাকসাম রেলওয়ে পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরাদ উল্লাহ বাহার ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, এর আগে সকাল ৭টার দিকে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের বিজয়পুর ক্রসিংয়ে একটি লরি উল্টে গেলে চট্টগ্রাম, কক্সবাজার, চাঁদপুর ও নোয়াখালীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
পরে সকাল ১০টার দিকে লরিটি সরিয়ে ফেলায় রেল চলাচল স্বাভাবিক হয়।
তিনি আরও জানান, লরিটি তিনটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। তবে এ ঘটনায় কেউ আহত হননি।
Comments