সাংবাদিক রেজোয়ান হোসেন সিদ্দিকী মারা গেছেন

রেজোয়ান হোসেন সিদ্দিকী দীর্ঘ দিন ধরে কিডনি সমস্যায় ভুগছিলেন।
সাংবাদিক রেজোয়ান হোসেন সিদ্দিকী মারা গেছেন
রেজোয়ান হোসেন সিদ্দিকী | ছবি: সংগৃহীত

দৈনিক দিনকাল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রেজোয়ান হোসেন সিদ্দিকী মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭১ বছর।

রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

রেজোয়ান হোসেন সিদ্দিকী দীর্ঘ দিন ধরে কিডনি সমস্যায় ভুগছিলেন।

তিনি প্রেস ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপপ্রেস সচিব ছিলেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিএনপি। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গণমাধ্যমের স্বাধীনতা হরণের এই দুঃসময়ে তার মৃত্যু গণতন্ত্রকামী মানুষের হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করল। তার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

রেজোয়ান হোসেন সিদ্দিকী ১৯৫৩ সালের ১০ ফেব্রুয়ারি টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন। ১৯৭২ সালের ফেব্রুয়ারি মাসে তিনি দৈনিক বাংলায় যোগ দিয়ে সাংবাদিকতা পেশায় যুক্ত হন।

Comments