এফইআরবির নতুন চেয়ারম্যান শামীম, নির্বাহী পরিচালক সিরাজ
দেশের জ্বালানি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের (এফইআরবি) নতুন কমিটি গঠিত হয়েছে।
এফইআরবির চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচিত হয়েছেন দ্য ডেইলি সান পত্রিকার বিশেষ প্রতিবেদক মো. শামীম জাহাঙ্গীর এবং নির্বাহী পরিচালক পদে নির্বাচিত হয়েছেন নিউজপোর্টাল বার্তা২৪ডটকমের বিশেষ প্রতিবেদক সিরাজুল ইসলাম।
আজ মঙ্গলবার বিদ্যুৎ ভবনের বিজয় হলে সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা শেষে এই নির্বাচন হয়।
নির্বাহী কমিটির বাকি সাতজন হলেন—ভাইস চেয়ারম্যান লুৎফর রহমান কাকন, পরিচালক (উন্নয়ন ও অর্থ) হাসনাইন ইমতিয়াজ, পরিচালক (গবেষণা ও প্রশিক্ষণ) নাজমুল হক লিখন, পরিচালক (ডাটা ব্যাংক) মো. ইয়ামিন সাজিদ, পরিচালক (বিনোদন ও কল্যাণ) মুজিব মাসুদ, পরিচালনা সদস্য আশরাফুল ইসলাম ও হাসান আজাদ।
Comments