পুলিশের ইউনিফর্ম ও লোগো পরিবর্তনে কমিটি গঠন
পুলিশের লোগো ও ইউনিফর্ম পরিবর্তনের বিষয়ে কমিটি গঠন করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (হেলথ, ওয়েলফেয়ার অ্যান্ড পেনশন) নাজমুল ইসলাম দ্য ডেইলি স্টারকে আজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সাম্প্রতিক ঘটনায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থাহীনতার কারণে ইউনিফর্ম ও লোগো পরিবর্তন অন্যতম দাবি ছিল পুলিশ কর্মকর্তাদের।
তিনি বলেন, এ বিষয়ে অতিরিক্ত ডিআইজি (লজিস্টিক) মোহাম্মদ আতাউল কিবরিয়াকে প্রধান করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
কমিটির প্রধান পরবর্তীতে কাপড়, রঙ এবং অন্যান্য বিষয়ে সদস্যদের অন্তর্ভুক্ত করবেন বলেও জানান তিনি।
Comments