এক মাসেরও বেশি সময় পর মেট্রোরেল চালু

‘আজ রোববার সকাল ৭টা ১০ মিনিটে উত্তরা প্রান্ত থেকে মেট্রোরেল চালু হয়েছে এবং এখন পর্যন্ত সবকিছু ঠিক আছে।’
মেট্রোরেল। ছবি: প্রবীর দাশ/স্টার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে এক মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর চালু হয়েছে মেট্রোরেল।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ রোববার সকাল ৭টা ১০ মিনিটে উত্তরা প্রান্ত থেকে মেট্রোরেল চালু হয়েছে এবং এখন পর্যন্ত সবকিছু ঠিক আছে।'

ক্ষতিগ্রস্ত হওয়ায় মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন বন্ধ থাকবে বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

মেট্রোরেলের সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি, আগের সময়েই চলবে।

কোটা সংস্কার ঘিরে আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই মিরপুর-১০ নম্বর গোলচত্বরে পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হলে ওই দিন বিকেল ৫টায় মেট্রোরেলের চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর পরদিন মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর হয়।

Comments

The Daily Star  | English

US must intervene to stop Gaza carnage

Says ‘helpless’ UN chief as 16 more die in the Palestinian enclave

3h ago