জামিন পেয়ে সুনামগঞ্জের বাড়িতে ফিরলেন এমএ মান্নান

আদালত থেকে জামিন পাওয়ার একদিন পর হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরলেন সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
আজ বৃহস্পতিবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বের হয়ে প্রাইভেটকারে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় তার নিজ বাড়িতে পৌঁছান।
সুনামগঞ্জ আদালত থেকে তার জামিনের আদেশের কপি আজ সকালে সিলেট কেন্দ্রীয় কারাগারে পৌঁছালে কারা কর্তৃপক্ষ তা হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করে। পরে সাবেক মন্ত্রীর শারীরিক অবস্থা বিবেচনায় তাকে ছাড়পত্র দেওয়া হয় বলে জানিয়েছেন সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার সাখাওয়াত হোসেন।
হাসপাতালের উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী বলেন, একটি মেডিকেল বোর্ড এমএ মান্নানকে চিকিৎসা দিচ্ছিল। তিনি ডায়াবেটিস ছাড়াও উচ্চ রক্তচাপ ও হৃদরোগে ভুগছিলেন। তবে উন্নত চিকিৎসা পেয়ে তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল হওয়ায় তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।'
মান্নানের একান্ত সচিব জুয়েল আহমেদ জানান, হাসপাতাল থেকে বের হয়ে একটি প্রাইভেটকারে বিকেল ৩টায় তিনি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়িতে পৌঁছেছেন।
এর আগে বুধবার সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন ২০ হাজার টাকার বন্ডে তার জামিন মঞ্জুর করেন।
সুনামগঞ্জ-৩ আসনের সাবেক এ সংসদ সদস্য গত গণঅভ্যুত্থানের সময় ৪ আগস্ট সুনামগঞ্জে বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা একটি মামলার আসামি। গত ১৯ সেপ্টেম্বর তাকে গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় এবং ৫ অক্টোবর গুরুতর অসুস্থ হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
Comments