ওলামা-মাশায়েখের মহাসম্মেলন থেকে ৯ দাবি

সোহরাওয়ার্দী উদ্যানের মহাসম্মেলন। ছবি: এমরান হোসেন

কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা ও ইজতেমায় সাদপন্থিদের কোনো কার্যক্রম করতে না দেওয়াসহ নয় দফা দাবি জানিয়েছেন ওলামা মাশায়েখ বাংলাদেশের নেতারা।

আজ মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ওলামা-মাশায়েখ বাংলাদেশের আয়োজিত মহাসম্মেলনে এই দাবি তুলে ধরেন কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

তাদের নয় দফা দাবি হলো—

১। কওমি মাদ্রাসাগুলো দারুল উলুম দেওবন্দের অনুকরণে শতাব্দীকাল ধরে শিক্ষা-কার্যক্রম পরিচালনা করে আসছে। বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে বিভিন্ন পর্যায়ে প্রশাসন ও সরকারদলীয় লোকজন নানাভাবে হয়রানি ও হস্তক্ষেপ করেছিল। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পরও কওমি মাদ্রাসাগুলোর ওপর ফ্যাসিস্ট সরকারের ঘাপটি মেরে থাকা একটি বিশেষ মহল সুকৌশলে হস্তক্ষেপের পাঁয়তারা করে চলছে। এ জাতীয় সব হয়রানি ও হস্তক্ষেপ থেকে বিরত থাকার জোর দাবি জানাচ্ছি।

২। সাধারণ শিক্ষা সিলেবাসের সর্বস্তরে ধর্মশিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে।

৩। আলেমদের বিরুদ্ধে বিগত সরকারের যাবতীয় মামলা প্রত্যাহার করতে হবে।

৪। শাপলা চত্বরের গণহত্যায় জড়িত আসামিদের দেশে এনে শাস্তি নিশ্চিত এবং সারাদেশে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

৫। ২০১৮ সালে টঙ্গী ইজতেমা ময়দানে সাদপন্থিদের হামলার বিচার করতে হবে।

৬। মাওলানা সাদকে কোনো অবস্থাতেই বাংলাদেশে আসতে দেওয়া যাবে না।

৭। বিশ্ব ইজতেমা দুই পর্বে করতে দিতে হবে। প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ২৭-২৮-২৯ জানুয়ারি, দ্বিতীয় পর্ব ৭-৮-৯ ফেব্রুয়ারি।

৮। কাকরাইল মসজিদ ও ইজতেমায় সাদপন্থিদের কোনো কার্যক্রম চালাতে দেওয়া হবে না।

৯। কাদিয়ানিদের অবিলম্বে অমুসলিম ঘোষণা করতে হবে।

Comments

The Daily Star  | English

Police, Bida launch special security measures for foreign investors

Held meeting with officials of foreign companies, introduced dedicated emergency contact line

1h ago