সিন্ডিকেটের হাত বদল হয়েছে—বলার জন্য আপনাদের ক্ষমতায় বসানো হয়নি: হাসনাত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, 'অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন সময়ে বলে, সিন্ডিকেট এক হাত বদলে আরেক হাতে গেছে। এটা বলার জন্য আপনি সরকার হন নাই; বরং এই সিন্ডিকেটগুলো ভাঙার জন্য আপনাকে বসানো হয়েছে।'
তিনি দ্রুততম সময়ের মধ্যে কঠোরভাবে সিন্ডিকেট ও বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।
আজ সোমবার বিকেলে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে এক ছাত্র সমাবেশে অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ফরিদপুর এই সমাবেশের আয়োজন করে।
হাসনাত বলেন, '৮ আগস্ট সরকার গঠন করার পরে জানুয়ারির আজ ৬ তারিখ। এখনো কিন্তু দৃশ্যমান একটি বিচারও আমরা দেখিনি। ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের একটা বিচারও হয়নি, ২০১৪ শাপলা হত্যাকাণ্ডের বিচার হয়নি। আপনারা জানেন ২০১৪, ২০১৮ ও ২০২৪ এর নির্বাচনে যেভাবে কারচুপি করা হয়েছে, সেগুলোর এখন পর্যন্ত কোনো বিচার করা হয়নি।'
'অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা স্পষ্টভাবে বলতে চাই, আপনারা যদি আমাদের মধ্যে গ্রহণযোগ্যতা বাড়াতে চান, অবশ্যই এই বিচারগুলো নিশ্চিত করতে হবে,' বলেন তিনি।
তিনি বলেন, 'এখনো অনেকে আমাদের বিপ্লবকে মেনে নিতে পারেনি। কিছু দিন পরপর আমরা দেখি বিচার বিভাগে ক্যু করা হয়, আমরা দেখি পুলিশে ক্যু করা হয়, আমরা দেখি আনসারের বিদ্রোহ হয়, আমরা দেখি সচিবালয়ে আগুন লাগানো হয়।'
রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, 'আমরা সবাইকে বলতে চাই, আপনারা রিয়েলিটি মাইনা নেন। আমরা একটা দীর্ঘ সময় ধরে বিভাজনের রাজনীতির মধ্যে বেড়ে উঠেছি। বিভাজনের রাজনীতি মধ্যে রেখে আমরা জাতীয় ঐক্যে কখনো পৌঁছাতে পারিনি। আমাদের পূর্বের যারা রাজনীতিবিদ রয়েছেন, আপনাদের রাজনৈতিক প্রজ্ঞা, রাজনৈতিক অভিজ্ঞতা সেগুলোকে আমরা তরুণ প্রজন্ম সম্মান জানাই। ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে উৎখাত করার ক্ষেত্রে তরুণ প্রজন্মের যে প্রত্যয়, আপনাদের প্রজ্ঞার সঙ্গে তাদের প্রত্যয়ের যদি সম্মিলন ঘটাতে না পারেন, তাহলে চব্বিশপরবর্তী বাংলাদেশ বিনির্মাণে আমরা ব্যর্থ হব।'
'১৫ জানুয়ারির মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের রক্তের স্বীকৃতি দিক, ১৫ জানুয়ারির মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার খুনি হাসিনার বিচারের একটি স্পষ্ট বার্তা দিক, ১৫ জানুয়ারির মধ্যে প্রক্লামেশন অব জুলাই রেভল্যুশনে জন-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটুক,' বলেন তিনি।
সারজিস আলম বলেন, 'আমাদের এই বাংলাদেশ আর কোনো নতজানু পর রাষ্ট্রনীতিতে বিশ্বাস করে না। আমরা চোখে চোখ রেখে আমাদের পররাষ্ট্রনীতি ঠিক করব। পৃথিবীর কোনো পরাশক্তি যদি বিন্দুমাত্র চিন্তা করে যে তারা বাংলাদেশকে "ডমিনেট" করে কোনো পররাষ্ট্রনীতি নির্ধারণ করবে, আমরা সেই পররাষ্ট্রনীতি ছুড়ে ফেলে দেবো।'
Comments