মা দিবসে টগুমগুর মেলা

'মা দিবস' ঘিরে মেলার আয়োজন করেছিল প্যারেন্টিং অ্যাপ টগুমগু।
বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে আয়োজিত দুই দিনব্যাপী এই মেলা শনিবার সন্ধ্যায় শেষ হয়।
আয়োজকদের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, 'মা বোঝে সেরা, তাই মায়ের জন্য সেরাটাই' স্লোগানকে সামনে আয়োজিত এ মেলায় ৫০টিরও বেশি স্টল লাইফস্টাইল প্রোডাক্ট নিয়ে অংশ নেয়।
মেলায় সবার জন্য ছিল ফ্রি গিফট, র্যাফেল ড্র-তে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ, শিশুদের জন্য প্লে-জোন, পাপেট শো, ম্যাজিক শো, এবং প্যারেন্টদের জন্য ফ্রি কাউন্সেলিং সেশন। আরও ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, সেলিব্রিটি ও বিশেষজ্ঞদের অংশগ্রহণে হেলথ, ওয়েলবিয়িং, ফিনান্সিয়াল লিটারেসি নিয়ে সেশন, ফুডকোর্টসহ পরিবারের সব সদস্যের জন্য আকর্ষণীয় নানা আয়োজন।
টগুমগু অ্যাপ ডাউনলোড করলেই দর্শনার্থীরা পেয়েছিলেন বিনামূল্যে মেলায় প্রবেশের সুযোগ।
শনিবার মেলার শেষ দিনে বিকেলে শিশু একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত হয় 'টগুমগু কানেক্ট' শীর্ষক ফ্ল্যাগশিপ ইভেন্ট। এতে অংশ নেয় ফ্যামিলি হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং নিয়ে কাজ করছেন এমন উদ্যোক্তা, বিনিয়োগকারী ও ব্র্যান্ড পেশাজীবীরা। এ ইভেন্টে টগুমগু ফর হেলথ, টগুমগু ফর এআই ও টগুমগু ফর বিজনেস নামে আরও তিনটি নতুন সেবা উদ্বোধন করা হয়।
টগুমগুর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. নাজমুল আরেফিন বলেন, 'মায়েরা পরম মমতা ও আত্মত্যাগের মাধ্যমে সন্তানদের বড় করে তোলেন। মা দিবসে তাদের প্রতি সম্মান জানাতে এই মেলার আয়োজন করা হয়।'
টগুমগুর মা দিবস আয়োজনের নিউট্রিশন পার্টনার ছিলেন শক্তি+, ফিনান্সিয়াল ওয়েলবিয়িং পার্টনার আইডিএলসি, লার্নিং পার্টনার গুফি, ক্রিয়েটিভ পার্টনার কিডস টাইম, গিফট পার্টনার সেবা এক্সওয়াইজেড, বনমালী ম্যানগ্রোভ রিসোর্ট, এসিআই পিওর প্লে-জোন পার্টনার বাবুল্যান্ড, অন্যান্য পার্টনার নিওকেয়ার, বেবি সফট, ফিনিস, সি পার্ল বিচ রিসোর্ট ও স্পা, ম্যাগি হেলদি স্যুপ, রাইড পার্টনার পাঠাও এবং কমিউনিটি পার্টনার ছিল শোনো ও জেসিআই।
উল্লেখ্য, টগুমগু বাংলাদেশের প্রথম প্যারেন্টিং অ্যাপ ও প্ল্যাটফর্ম, যা শিশুদের বয়সভিত্তিক তথ্য, দিকনির্দেশনা এবং প্রয়োজনীয় তথ্য ও সেবা একত্রে দিয়ে থাকে।
Comments