আগামীকাল হরতাল ডাকল জামায়াতও

ছবি: সংগৃহীত

আগামীকাল রোববার সারা দেশে হরতাল ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। বিএনপির সমাবেশে হামলা ও দেশের বিভিন্ন জায়গা থেকে জামায়াতের নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে সকাল-সন্ধ্যা হরতাল পালন করবে দলটি।

আজ শনিবার সন্ধ্যায় এক বিবৃতি দিয়ে এই কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম মা'ছুম।

বিবৃতিতে তিনি বলেন, বিএনপির মহাসমাবেশে আওয়ামী লীগ ও পুলিশ হামলা চালিয়েছে। শাপলা চত্বরে ২৮ অক্টোবরের মহাসমাবেশ বানচাল করতে সরকার দেশের বিভিন্ন স্থান থেকে জামায়াতের তিন শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মহাসমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীদের বাস, লঞ্চ ও ট্রেন থেকে নামিয়ে গ্রেপ্তার করা হয়েছে।

সেই সঙ্গে দলের আমীর শফিকুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে হরতাল পালনের কথা জানান তিনি।

এর আগে আজ বিকেলে সকাল-সন্ধ্যা হরতালের কথা ঘোষণা করে বিএনপি। আজ শনিবার বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

তিনি বলেন, 'নয়াপল্টনে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী লীগ ও পুলিশের হামলার প্রতিবাদে আগামীকাল সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে।'

Comments

The Daily Star  | English
Health Sector Reform Commission submits report to Yunus

Make primary healthcare a constitutional duty, form independent commission

Health Sector Reform Commission proposes in its report submitted to the chief adviser

1h ago