মন্দির থেকে চুরি করা গয়না ৯ বছর পর জরিমানাসহ ফেরত দিল চোর

নয় বছর আগে মন্দির থেকে প্রায় ৪ লাখ টাকার গয়না চুরি হয়েছিল। ঘটনাস্থল পরিদর্শন, সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ, তদন্ত করেও কাউকে আটক করতে পারেনি পুলিশ। সবাইকে অবাক করে দিয়ে সমস্ত গয়না জরিমানাসমেত ফেরত দিয়ে গেছে চোর।
গতকাল সোমবার ওড়িশার ভুবনেশ্বরের উপকণ্ঠে গোপীনাথপুরে এ ঘটনা ঘটে।
টাইমস অব ইন্ডিয়া জানায়, মন্দির থেকে চুরি করা সমস্ত অলঙ্কারের সঙ্গে ব্যাগে ইংরেজিতে লেখা দুটি চিরকুটে ক্ষমা প্রার্থনাও করেছে চোর। পাশাপাশি এ অপরাধের জন্য ২০১ টাকা দক্ষিণা (দান) হিসেবে এবং ১০০ টাকা জরিমানা হিসেবে মোট ৩০১ টাকা নগদ রেখে গেছেন তিনি।
২০১৪ সালের মে মাসে দেবেশ কুমার মহন্তী তার বাড়ির মন্দিরে যজ্ঞ করছিলেন। সেসময় কৃষ্ণ ও রাধার প্রতিমা থেকে মুকুট, কানের দুল, ব্রেসলেট ও বাঁশি চুরি হয়ে যায়।
নাম পরিচয়বিহীন ওই চিরকুট দুটিতে লেখা রয়েছে, 'মন্দিরে যখন যজ্ঞ চলছিল তখন আমি অলঙ্কারগুলো সরিয়ে ফেলেছিলাম। এই ৯ বছরে জীবনে আমি অনেক সমস্যার মুখে হয়েছি। তাই, আমি ঈশ্বরের সামনে আত্মসমর্পণ করে অলঙ্কার ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।'
এ বিষয়ে গোপীনাথপুরের বাসিন্দা সুকান্ত মোহান্তি বলেন, '২০১৪ সালের মে মাসে গয়না চুরি যাওয়ার পরপরই লিঙ্গারাজ থানায় অভিযোগ করা হয়েছিল। পুলিশ কর্মকর্তারা আমাদের মন্দির পরিদর্শন করেছেন এবং তদন্ত করেছেন। স্থানীয়দের পাশাপাশি অন্য গ্রাম থেকে আসা কিছু পুরোহিতকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। কিন্তু অলঙ্কার বা চোরের কোনো সন্ধান পাওয়া যায়নি।'
মন্দিরের পুরোহিত কৈলাশ পান্ডা চুরি যাওয়া অলঙ্কার উদ্ধারকে 'অলৌকিক ঘটনা' বলে উল্লেখ করেছেন।
তিনি বলেন, 'পুলিশ এত বছর চোর ধরতে ব্যর্থ হওয়ার পর আমরা অলঙ্কার উদ্ধারের সব আশা ছেড়ে দিয়েছিলাম। অনেক কষ্টে আমরা দেবতাদের জন্য নতুন অলঙ্কার কিনলাম। দেবতারা চোরকে শাস্তি দিয়েছেন, সে চুরি করা অলঙ্কার নিজেই ফিরিয়ে দিয়েছে।'
Comments