ডেঙ্গু প্রতিরোধে ‘শিখবো, মানবো, মশাকে হারাবো’ ক্যাম্পেইন
বাংলাদেশে ক্রমবর্ধমান ডেঙ্গুজ্বর মোকাবিলায় মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে রিসার্চ ও ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান থিংক।
আজ সোমবার রাজধানীর উত্তরায় রিভারউডস স্কুলে এ কার্যক্রম শুরু হয়।
'শিখবো, মানবো, মশাকে হারাবো' শীর্ষক এ ক্যাম্পেইনে স্কুলশিক্ষার্থী, কল-কারখানার শ্রমিক-কর্মচারী ও সাধারণ মানুষকে মশাবাহিত রোগ প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে সচেতন করা হবে।
শিক্ষামূলক কর্মশালা, তথ্য প্রচারণা এবং মশা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থাপনার ব্যবহারিক কার্যক্রম প্রদর্শন করা হবে ক্যাম্পেইনে। ক্যাম্পেইনের সহযোগী হিসেবে আছে 'থিংক' প্রস্তুতকৃত পরিবেশবান্ধব মশা নিরোধক যন্ত্র 'মশার মেশিন'।
আগামী কয়েক মাস ঢাকার বিভিন্ন এলাকায় এ ধরনের প্রচারণা পরিচালনা করবে থিংক গ্রুপ।
Comments