নির্বাচিত না হলে দোষী সাব্যস্ত হতেন ট্রাম্প: মার্কিন বিচার বিভাগ

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি/

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হারার পর বেআইনিভাবে ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার পুনর্নির্বাচিত না হলে 'ক্ষমতা ধরে রাখার অপরাধমূলক প্রচেষ্টা'র জন্য তাকে দোষী সাব্যস্ত করা হতো বলে জানিয়েছে মার্কিন বিচার বিভাগ।

আজ মঙ্গলবার বিচার বিভাগ থেকে প্রকাশিত এক প্রতিবেদনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি ও সিএনএন।

১৩০ পৃষ্ঠারও বেশি দীর্ঘ প্রতিবেদনে ব্যাখ্যা করা হয়েছে কীভাবে ২০২০ সালের নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা করেছিলেন ট্রাম্প। সেখানে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে এই অপরাধমূলক প্রচেষ্টা চালিয়েছিলেন তিনি।

প্রতিবেদনে বলা হয়, 'এটা স্পষ্ট যে ট্রাম্প নির্বাচনে হেরেছিলেন এবং বৈধ উপায়ে ফলাফল চ্যালেঞ্জ করার চেষ্টা ব্যর্থ হলে তিনি ক্ষমতা ধরে রাখতে একাধিক অপরাধমূলক উপায় অবলম্বন করেন।'

প্রতিবেদনে অভিযোগ করা হয়, অবৈধভাবে ক্ষমতা ধরে রাখতে রাষ্ট্রীয় কর্মকর্তা ও তৎকালীন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের ওপর চাপ তৈরি করেছেন ট্রাম্প। এ ছাড়া, ভুয়া ইলেকটর সাজানোর পরিকল্পনা করেছেন এবং শেষমেশ ২০২১ সালের ৬ জানুয়ারি সমর্থকদের দিয়ে ক্যাপিটল হিলে হামলা চালিয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, 'ট্রাম্প ব্যাহত করার আগ পর্যন্ত এ দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ১৩০ বছরেরও বেশি সময় ধরে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়ে এসেছে।'

এই প্রতিবেদনকে 'ভুয়া' এবং তদন্ত দলের প্রধানকে 'অযোগ্য' বলে আখ্যা দিয়েছেন ট্রাম্প।

Comments

The Daily Star  | English

22 sectors still pay wages below poverty line

At least 22 sectors in Bangladesh continue to pay their workers much less than what is needed to meet basic human needs.

5h ago