১৮৯ আরোহী নিয়ে উড়াল দিয়েই সাগরে পড়লো উড়োজাহাজ

ইন্দোনেশিয়ার কম-খরচের এয়ারলাইন্স হিসেবে পরিচিত লায়ন এয়ারের একটি উড়োজাহাজ ১৮৯ জন যাত্রী নিয়ে বিধ্বস্ত হয়েছে।
lionair

ইন্দোনেশিয়ার কম-খরচের এয়ারলাইন্স হিসেবে পরিচিত লায়ন এয়ারের একটি উড়োজাহাজ ১৮৯ জন যাত্রী ও ক্রু নিয়ে বিধ্বস্ত হয়েছে।

দেশটির কর্তৃপক্ষ জানায়, বোয়িং ৭৩৭ এর জেটি-৬১০ ফ্লাইটটি আজ (২৯ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৬টা ২০ মিনিটে জাকার্তা বিমানবন্দর থেকে উড়াল দেওয়ার ১৩ মিনিট পর এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে। এরপর তা সাগরে বিধ্বস্ত হয়।

উড়োজাহাজটির খবর জানাতে চাওয়া হলে ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধার এজেন্সির মুখপাত্র ইউসুফ লতিফ বলেন, “এটি যে বিধ্বস্ত হয়েছে তা নিশ্চিত করেই বলা যায়।”

দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার এজেন্সির প্রধান মুহাম্মদ স্যাউগি সাংবাদিকদের জানান, উড়োজাহাজটি পশ্চিম জাভা প্রদেশের কারাওয়াং উপসাগরে পড়েছে। সেই জায়গায় সাগরের গভীরতা ৩০ থেকে ৩৫ মিটার। সাগরে উড়োজাহাজটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে বলেও জানান তিনি।

রাষ্ট্রীয় তেল কোম্পানি পেরতামিনার একটি জাহাজ থেকে করা ভিডিওতে দেখা যায় পানিতে তেল ছড়িয়ে পড়ার দৃশ্য। স্থানীয় টেলিভিশনে দেখা যায় পানিতে ভাসছে মানিব্যাগ ও মোবাইল ফোন।

কর্মকর্তারা জানান, উড়োজাহাজটি নিখোঁজ হওয়ার আগে বিমানবন্দরে ফিরে আসার অনুরোধ জানিয়েছিলো।

উড়োজাহাজটিতে ১৮৯ জন আরোহীর মধ্যে তিনজন শিশু, দুজন পাইলট এবং পাঁচজন ক্রু ছিলেন।

Comments