খালেদা জিয়ার কারাদণ্ডের মেয়াদ বাড়লো

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কারাদণ্ডের মেয়াদ পাঁচ বছর থেকে ১০ বছরে বাড়িয়েছেন হাইকোর্ট।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কারাদণ্ডের মেয়াদ পাঁচ বছর থেকে ১০ বছরে বাড়িয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে মামলার অপর আসামি কাজী সলিমুল হক এবং শরফুদ্দিন আহমদের ১০ বছরের কারাদণ্ড বহাল রেখেছেন আদালত।

বিচারপতি এম এনায়েতুর রহিম এবং বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ আজ (৩০ অক্টোবর) এই রায় দেন।

এর আগে দুর্নীতি দমন কমিশন (দুদক) এই মামলায় খালেদা জিয়া, কাজী সলিমুল হক এবং শরফুদ্দিন আহমদের সাজা বাড়ানো এবং নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে আসামিদের আবেদন খারিজ চেয়ে আবেদন করে।

হাইকোর্ট তা গ্রহণ করে আসামিদের সাজা বাড়ানোর এই রায় দেন।

এসময় আসামিদের কোনো আইনজীবী আদালত কক্ষে উপস্থিত ছিলেন না।

মামলার অন্য আসামিরা কোনো আবেদন না করায় এবং আদালতে অনুপস্থিত থাকায় হাইকোর্ট বেঞ্চ তাদের সম্পর্কে কোনো কিছু বলেননি। এর ফলে তাদের বিরুদ্ধে নিম্ন আদালতে দেওয়া রায় বহাল থাকবে বলে।

এদিকে, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম দ্য ডেইলি স্টারকে বলেন, হাইকোর্টের এই রায় প্রকাশের পর খালেদা জিয়া আগামী সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না।

আরও পড়ুন:

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদার ৭ বছরের জেল

Comments