বরখাস্তই হলেন রিয়াল কোচ লোপেতেগি

বেশ কিছু দিন থেকে গুঞ্জন ছিল বরখাস্ত হচ্ছেন রিয়াল মাদ্রিদ কোচ জুলেন লোপেতেগি। শেষ পর্যন্ত হলেনও তাই। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ৫-১ গলে বিধ্বস্ত হওয়ার একদিন পরই এ সিদ্ধান্ত নিল ক্লাবটি। নতুন কোচ কে হচ্ছেন তা এখনও নিশ্চিত করেনি তারা। তবে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আর্জেন্টিনার সান্তিয়াগো সোলারিকে। এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে ক্লাবটি।
Lopetegui
হুলেন লোপেতেগি। ছবি: এএফপি

বেশ কিছু দিন থেকে গুঞ্জন ছিল বরখাস্ত হচ্ছেন রিয়াল মাদ্রিদ কোচ জুলেন লোপেতেগি। শেষ পর্যন্ত হলেনও তাই। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ৫-১ গলে বিধ্বস্ত হওয়ার একদিন পরই এ সিদ্ধান্ত নিল ক্লাবটি। নতুন কোচ কে হচ্ছেন তা এখনও নিশ্চিত করেনি তারা। তবে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আর্জেন্টিনার সান্তিয়াগো সোলারিকে। এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে ক্লাবটি।

এক বার্তায় রিয়াল জানিয়েছে, 'রিয়াল মাদ্রিদ এখন পর্যন্ত যে ফল পেয়েছে তার সঙ্গে খেলোয়াড়দের মানের পার্থক্যটা অনেক বেশি, বিশেষ করে যে ক্লাবে আটজন ব্যালন ডি অর মনোনয়ন পাওয়া খেলোয়াড় আছে। লোপেতেগি যা করেছেন সে জন্য তাকে ক্লাব ধন্যবাদ জানাচ্ছে।'

রাশিয়া বিশ্বকাপ শুরুর আগে হুট করেই জিনেদিন জিদানের উত্তরসূরি হিসেবে লোপেতেগির নাম ঘোষণা করে রিয়াল। স্পেন জাতীয় দলে থাকাকালীন অবস্থায় রিয়ালের সঙ্গে চুক্তি করায় ক্ষেপে যায় স্পেন ফুটবল ফেডারেশন। পরদিনই তাকে বরখাস্ত করে তারা। দুঃসময়টা হয়তো তখন থেকেই শুরু। এরপর রিয়ালে দায়িত্ব নেয়ার পর থেকেই তার এবং ক্লাবের দুর্দশা যেন কাটছিলই না। সে ধারায় এবার রিয়াল কচের পদ থেকেও ছাঁটাই হলেন।

শেষ ছয় ম্যাচে পাঁচটিতে হেরেছে রিয়াল। তাই আগে থেকেই চাপে ছিলেন লোপেতেগি। মৌসুম শুরুর কয়েক ম্যাচ পর থেকেই রিয়ালের দুর্দশা শুরু হয়। মাঝে গোল খরার বিব্রতকর রেকর্ডটাও সমৃদ্ধ হয়। ১৯৮৫ সালের পর তারা প্রথমবার ৪৬৫ মিনিটের মধ্যে গোল পায়নি।

মূলত এল ক্লাসিকোতে বিধ্বস্ত হওয়ায় ভাগ্য নির্ধারণ হয়ে জায় লোপেতেগির। অবশ্য এর আগে থেকেই তাকে বরখাস্ত করার কথা ভাবছিলেন ক্লাব কর্তারা। তবে এল ক্লাসিকো পর্যন্ত দেখতে চেয়েছিলেন তারা। আর বড় পরাজয়ের পর তাকে রাখার কোন কারণ খুঁজে পায়নি দলটি।আজ বোর্ড সদস্যদের জরুরি সভার শেষেই এ সিদ্ধান্ত জানায় ক্লাবটি।

 

Comments