অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

গণভবনে গতকাল শুক্রবার সন্ধ্যায় সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের নেতাদের সঙ্গে সংলাপে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিআইডি

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল (২ নভেম্বর) বলেছেন তার দল অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে চায়। দেশ পরিচালনার জন্য জনগণ যেন তাদের নেতৃত্ব খুঁজে নিতে পারে।

ইউএনবির খবরে বলা হয়, এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে যুক্তফ্রন্টের সঙ্গে আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলীয় জোটের মধ্যকার সংলাপের সূচনা বক্তব্যে তিনি বলেন, ‘জনগণ যেন তাদের নেতৃত্ব খুঁজে নিতে পারে, সেটাই তাদের লক্ষ্য।’

জাতীয় নির্বাচনকে সামনে রেখে ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপের এক দিন পর গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হয় এই সংলাপ। 

১৪ দলীয় প্রতিনিধিদলের নেতৃত্বে থেকে গণভবনে যুক্তফ্রন্ট নেতাদের স্বাগত জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘গণভবন হলো জনগণের ভবন।’

বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট বদরুদ্দোজা চৌধুরী নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের প্রতিনিধিরা এ সময় সাত দফা দাবি তুলে ধরেন। প্রায় তিন ঘণ্টা ধরে চলা এই সংলাপ রাত সাড়ে ১০টার দিকে শেষ হয়।

সংলাপের শেষে বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘১৪ দলীয় জোটের সঙ্গে তাদের সংলাপ ফলপ্রসূ হয়েছে। শেখ হাসিনা তাদের বেশিরভাগ দাবির বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছেন।’

সাবেক এই রাষ্ট্রপতি আরও বলেছেন, ‘নির্বাচনকালীন সরকার বা জাতীয় সরকার গঠন প্রসঙ্গে আমাদের দাবির সঙ্গে প্রধানমন্ত্রী একমত হননি। তবে তিনি বলেছেন, নির্বাচনকালীন সরকার নিরপেক্ষ থাকবে।’

সংলাপের পর গতরাতেই বারিধারার বাসায় এক সংবাদ সম্মেলনে বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘নির্বাচনকে নিরপেক্ষ করার জন্য আমাদের দাবির সঙ্গে একমত পোষণ করেছেন প্রধানমন্ত্রী। নির্বাচন সবগুলো রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে নিশ্চয়তা দিয়েছেন তিনি।

সংলাপের ফলাফল নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী যুক্তফ্রন্টের অনেক দাবি মেনে নেওয়ায় জোটটি নির্বাচনে অংশ নিতে রাজি হয়েছে।’

Comments

The Daily Star  | English

Israel-Iran conflict: what we know

International calls for restraint are multiplying, as fears grow the Middle East could be on the threshold of a broader conflict.

2h ago