সব দল চাইলে নির্বাচন পেছাতে পারে
প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা বলেছেন, দেশের সব রাজনৈতিক দল চাইলে আগামী জাতীয় নির্বাচনের তারিখ পেছানো যেতে পারে। তবে সেক্ষেত্রেও সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই। ২০১৯ সালের ২৮ জানুয়ারির মধ্যেই নির্বাচন করতে হবে।
আজ ঢাকার আগারগাঁওয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি।
জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে গতকালের বৈঠকে নির্বাচনের তফসিল ঘোষণা পেছানোর অনুরোধ প্রসঙ্গে তিনি বলেন, ‘তফসিল পেছানোর কোনো সুযোগ নেই। এর তারিখ আমরা পেছাব না।’
ঐক্যফ্রন্টের পক্ষ থেকে বলা হয়েছে যে আগামী বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের সংলাপ রয়েছে। এই ব্যাপারটিও নির্বাচন কমিশন আমলে রাখছে বলে উল্লেখ করেন তিনি।
তফসিলের তারিখ না পেছানোর অর্থ হলো নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন প্রক্রিয়া শেষ করার জন্য বাড়তি কোনো সময় দিতে নারাজ নির্বাচন কমিশন।
নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে বিরোধী রাজনৈতিক জোটগুলোর চলমান সংলাপের মধ্যেই প্রধান নির্বাচন কমিশনার আজ তার বক্তব্য দিলেন। জাতীয় ঐক্যফ্রন্ট শুরু থেকেই বলে আসছে, সংলাপ শেষ না হওয়া পর্যন্ত যেন নির্বাচনের তফসিল ঘোষণা করা না হয়।
Comments