টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে যাওয়ার পর সরকারের টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নাম না জানানোর শর্তে এক জেষ্ঠ্য মন্ত্রী দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আজ (৬ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় এই সিদ্ধান্ত দেন তিনি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচনকালীন সরকারে অনির্বাচিত মন্ত্রীদের জায়গা নেই।’
বর্তমানে সরকারের মন্ত্রিপরিষদে চারজন টেকনোক্র্যাট মন্ত্রী রয়েছেন। তারা হলেন- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ইয়াফেস ওসমান, ধর্মমন্ত্রী মতিউর রহমান ও ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার।
মন্ত্রিসভার যেসব সদস্য ভোটের মাধ্যমে নির্বাচিত নন তাদেরকে টেকনোক্র্যাট মন্ত্রী বলা হয়।
এছাড়াও, আসন্ন নির্বাচনকালীন সার্বিক পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার (৮ নভেম্বর) জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Comments