আইয়ুব বাচ্চুর প্রতি আসিফের শ্রদ্ধা

কিংবদন্তি ব্যান্ডতারকা আইয়ুব বাচ্চুর জন্য শোক ছড়িয়ে রয়েছে সংগীতাঙ্গনে। সেই শোক বুকে নিয়েই আসিফ আকবর একটি গান কন্ঠে তুলে নিয়েছেন।
Asif Akbar
আসিফ আকবর। ছবি: সংগৃহীত

কিংবদন্তি ব্যান্ডতারকা আইয়ুব বাচ্চুর জন্য শোক ছড়িয়ে রয়েছে সংগীতাঙ্গনে। সেই শোক বুকে নিয়েই আসিফ আকবর একটি গান কন্ঠে তুলে নিয়েছেন।

আসিফের গানের কথা হলো এমন- ‘এমন তো কথা ছিল না/ তুমি চলে যাবে এভাবে/ ছিড়ে ফেলে সব মায়ার বাঁধন/ সবার মনে ব্যাথা দিয়ে আবারও দেখা হবে/ তুমি রবে অনুভবে/ এই বাংলার পতাকায়/ যেখানেই থাকো ভাল থেকো/ আকাশের তারায় তারায়।’

গানটির কথা-সুর ও সংগীত পরিচালনা করেছেন তরুণ মুন্সী।

আইয়ুব বাচ্চুর মৃত্যুর পর আসিফ আকবর তার ফেসবুকে ঘোষণা দিয়েছিলেন এখন থেকে তিনি কনসার্টে আইয়ুব বাচ্চুর গান গাইবেন। তার আগে তিনি প্রিয় মানুষটিকে সম্মান জানালেন একটি মৌলিক গানের মাধ্যমে।

গতকাল (৬ নভেম্বর) গানটির রেকর্ড শেষ হয়েছে। ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে শিগগিরই ভক্তরা শুনতে পাবেন গানটি।

উল্লেখ্য, গত ১৮ অক্টোবর মৃত্যুবরণ করেন এলআরবি ব্যান্ডের প্রধানমুখ আইয়ুব বাচ্চু। তাকে চট্টগ্রামে পারিবারিক কবরস্থানে মায়ের পাশে সমাহিত করা হয়েছে।

Comments