শূন্য দিয়ে লিগ শেষ তুষারের, সেঞ্চুরি হাতছাড়া সৌম্যের

Soumya-Tushar

জাতীয় লিগে নামলেই সেঞ্চুরি পেয়ে যান, এমনই হয়ে ফর্মের তুঙ্গে ছিলেন তুষার ইমরান। প্রথম শ্রেণীতে এই আসরেই নিজের রান ১১ হাজার ছাড়িয়ে নিয়েছেন। তবে শেষটা তা হলো মনমতো। শেষ রাউন্ডের প্রথম ইনিংসে ১৯ রানে রান আউট হয়েছিলেন, দ্বিতীয় ইনিংসে খুলতে পারলেন না রানের খাতাই। তবে ছন্দে ফেরা ধরে রেখেছেন সৌম্য সরকার। আরও একটি ফিফটি করেছেন, পেতে পারতেন সেঞ্চুরিও কিন্তু আক্রমণাত্মক খেলে আউট হয়েছেন ৮৩ রানে।

জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে বাংলাদেশের ভরাডুবির পরই আলোচনায় আসে তুষার আর সৌম্যের নাম। দুই টেস্ট সিরিজের দল আগেই ঘোষণা করা হলেও গেল কদিন বারবার স্কোয়াডে বদল আনার সংস্কৃতির কারণেই সবার নজর ছিল খুলনার ম্যাচের দিকে। তাতে সফল হয়েছেন সৌম্য, শেষটা আর রাঙাতে পারেননি তুষার।

তবে শেষটা ভালো না হলেও লিগ শেষে রান সংগহের দিক থেকে দুই নম্বরেই থাকছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। ছয় ম্যাচে ৬৪৮ রান করে সবার উপরে আছেন ঢাকা মেট্রোর ওপেনার সাদমান ইসলাম। ৫১৮ রান করে তুষার আছেন এরপরেই। তবে তিন সেঞ্চুরি করা সবচেয়ে বেশি সেঞ্চুরি করায় তুষারই সেরা।

বুধবার প্রথম স্তরে রংপুরের বিপক্ষে বগুড়ায় দিকে ২০৪ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ করেছে খুলনা। দ্বিতীয় ইনিংসে ৩৩ রানে ৩ উইকেট হারানোর পর নুরুল হাসান সোহানের সঙ্গে বিপর্যয় সামাল দেন সৌম্য। দুজনেই করেন ফিফটি। সৌম্য ৮৩ আর সোহান আউট হন ৫২ রান করে।

প্রথম স্তরের আরেক ম্যাচে বরিশালের বিপক্ষে শক্ত অবস্থানে আছে ফেভারিট রাজশাহী বিভাগ। ২৮৪ রানের লক্ষ্যে ২ উইকেটেই ১৮২ রান তুলে তৃতীয় দিন শেষ করে ফরহাদ রেজার দল পৌঁছে গেছে শিরোপার কাছে।

 

 

 

Comments

The Daily Star  | English
bad loans rise in Bangladesh 2025

Bad loans hit record Tk 420,335 crore

It rose 131% year-on-year as of March of 2025

3h ago