রোনালদোর গোলের পরও হারল জুভেন্টাস
প্রত্যাশিত গোলটা ঠিকই দিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। জুভেন্টাসের জার্সি গায়ে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম গোল। কিন্তু তারপরও হার দেখতে হয়েছে তার দলকে। আত্মঘাতী গোলে রোমাঞ্চকর এক জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। জুভেন্টাসের মাঠে তাদের জয়টি আসে ২-১ গোলে।
ম্যাচের ৩৪ মিনিটেই এগিয়ে যেতে পারতো জুভেন্টাস। রোনালদোর পাস থেকে দারুণ এক কোণাকোণি শট নিয়েছিলেন হুয়ান কোয়ার্দাদো। এক ডিফেন্ডারের গায়ে লেগে লক্ষ্যের দিকেই এগিয়ে যাচ্ছিল বল। কিন্তু দারুণ দক্ষতায় ডান দিকে ঝাঁপিয়ে পরে সে শট ফিরিয়ে দেন ম্যানইউ গোলরক্ষক দাভিদ দি হেয়া। পরের মিনিটেই ভাগ্যও বঞ্চিত করে জুভেন্টাসকে। রোনালদোর ক্রস থেকে ফাঁকায় বল পেয়ে সামি খিদারার নেওয়া শট বারপোস্টে লেগে বেড়িয়ে যায়।
৪৮ মিনিটে পগবার নেওয়া শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৫০ মিনিটে আবারো বারপোস্ট প্রতিপক্ষ হয় জুভেন্টাসের। পাওলো দিবালার নেওয়া শট ফিরে আসে বারে লেগে। ৬৫ মিনিটে কাঙ্ক্ষিত গোল পায় দলটি। প্রায় মাঝ মাঠ থেকে নিখুঁত এক পাস দেন লিওনার্দো বানুচ্চি। ওয়ান টাচে দারুণ ফিনিশিং দেন পর্তুগিজ ফরোয়ার্ড।
দুই মিনিট পর পিয়ানিচকে দারুণ এক পাস দিয়েছিলেন রোনালদো। লক্ষ্যে ভালো শট নিয়েছিলেন পিয়ানিচ। কিন্তু গোলরক্ষক হেয়া ঝাঁপিয়ে পরে সে শট ফিরিয়ে দেন। ৭৩ মিনিটে ফাঁকায় থেকে শট নিয়ে লক্ষ্যে রাখতে পারেননি সেই পিয়ানিচ। পরের মিনিটে রোনালদোর সঙ্গে দেওয়া নেওয়া করে ফাঁকায় গোল দেওয়ার দারুণ সুযোগ পেয়েও বারের উপর দিয়ে মারেন কোয়ার্দাদো। ৭৫ মিনিটে পিয়ানিচের নেওয়া দূরপাল্লার শট অল্পের জন্য লক্ষ্যে থাকেনি।
৭৯ মিনিটে গোল পেতে পারতো ম্যানইউ। ডিবক্সের বাইরে থেকে দারুণ এক শট নিয়েছিলেন মার্কাস রাশফোর্ড। কিন্তু অল্পের জন্য তা লক্ষ্যভ্রষ্ট হয়। তবে ৮৬ মিনিটে বদলী খেলোয়াড় হুয়ান মাতার গোলে সমতায় ফেরে ইংলিশ দলটি। দুর্দান্ত এক ফ্রিকিকে লক্ষ্যভেদ করেন স্প্যানিশ এ মিডফিল্ডার।
চার মিনিট পর স্বাগতিকদের স্তব্ধ করে দেয় ম্যানইউ। যদিও ভাগ্যের জোরেই গোল পায় দলটি। পগবার ফ্রিকিকে ঝাঁপিয়ে পরে ফেরান গোলরক্ষক বয়চেক স্টাজনি। কিন্তু ফিরতি বল গোলমুখে থাকা বানুচ্চির মাথায় লাগার পর আলেক্স সান্দ্রোর গায়ে লেগে জালে প্রবেশ করে। যোগ করা সময়ে পাল্টা আক্রমণে দিনের সেরা সুযোগটি পেয়েছিলেন রাশফোর্ড। ফাঁকায় থেকেও গোলরক্ষককে পরাস্ত করতে পারেনি তিনি। তবে জয় নিয়েই মাঠ ছাড়ে ম্যানইউ। ফলে প্রথম লেগে ০-১ গোলের হারের দারুণ প্রতিশোধ নিল দলটি।
চার ম্যাচে ম্যানইউর সংগ্রহ ৭ পয়েন্ট। তালিকার দ্বিতীয় স্থানে আছে তারা। সমান সংখ্যক ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জুভেন্টাস। গ্রুপের আরেক ম্যাচে ইয়াং বয়েজকে ৩-১ গোলে হারিয়ে ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ভেলেন্সিয়া। ইয়াং বয়েজের সংগ্রহ ১ পয়েন্ট।
Comments