মোহাম্মদপুরে নির্বাচনী সহিংসতায় ২ কিশোর নিহত
আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সময় ঢাকার মোহাম্মদপুরে একটি পিক-আপ ভ্যান চাপায় দুই তরুণ নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় মোহাম্মদপুর এলাকায় একটি পিক-আপ ভ্যানে অন্তত ২৫ জন যাচ্ছিলেন। এসময় পাঁচ-ছয়টি মোটরসাইকেলে চড়ে কিছু যুবক পিক-আপ ভ্যানটিকে ধাওয়া করে। পিক-আপ ভ্যানটি দ্রুত গতিতে ঘোরানোর সময় ওই দুজন রাস্তায় পড়ে গেলে ওই ভ্যানটিই তাদের ওপর দিয়ে চলে যায়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর দ্য ডেইলি স্টারকে বলেন, নিহতদের একজনের নাম আরিফ (১৪)। তার বাড়ি নবীনগর এলাকায়। অপর নিহতের নাম সুজন (১৮)। এদের মধ্যে সুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও আরিফ সোহরাওয়ার্দী হাসপাতালে মারা যান বলে তিন জানান।
আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে আওয়ামী লীগের নেতা সাদেক খানের মনোনয়নপত্র সংগ্রহ করাকে কেন্দ্র করে এই সংঘর্ষ ঘটে। এ ঘটনায় মোট ২০ জন আহত হয়েছেন বলে ইউএনবির খবরে জানানো হয়েছে।
জানা গেছে মোহাম্মদপুর এলাকার সুনিবিড় হাউজিংয়ের সামনের সড়ক দিয়ে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাদেক খান গাড়িবহর নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করতে যাচ্ছিলেন। এ সময় বর্তমান সাংসদ জাহাঙ্গীর কবির নানকের সমর্থকেরা ওই গাড়িবহরে বাধা দেন। তখন উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
গত বৃহস্পতিবার তফসিল ঘোষণার পর নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় এটাই প্রথম প্রাণহানির ঘটনা। শুক্রবার সকাল থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
Comments