টেস্ট শুরুর সময় বদল
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজের শেষ ম্যাচে পরিবর্তন আনা হয়েছে সূচিতে। আধা ঘণ্টা আগে শুরু হবে এ ম্যাচ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সকাল ১০টা থেকে শুরু হওয়ার কথা ছিল মিরপুর টেস্টের প্রতিদিনের খেলা। তবে নতুন সূচি অনুসারে আধা ঘণ্টা এগিয়ে সকাল সাড়ে নয়টায় শুরু হবে ম্যাচ।
এর আগে সিলেটে প্রথম টেস্টে প্রতিদিনই বিকেলে খেলা শেষ হওয়ার নির্ধারিত সময়ের আগে আলোক স্বল্পতা কাটাতে বাধ্য হয়ে জ্বালাতে হয়েছে ফ্ল্যাড লাইট। তৃতীয় দিনে তো আলোক স্বল্পতায় ম্যাচের প্রায় এক সেশন খেলাই হয়নি। তাই দিনের আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে ম্যাচ শুরুর সময় এগিয়ে আনা হয়েছে।
এদিকে সিলেট টেস্টে কিছুটা বিস্ময় জাগিয়ে জিম্বাবুয়ের কাছে হেরে গেছে বাংলাদেশ। ১৭ বছর পর দেশের বাইরে এটাই জিম্বাবুয়ের কোন টেস্ট ম্যাচ জয়। তাই টাইগারদের জন্য মিরপুর টেস্ট সিরিজ বাঁচানোর মিশন।
মাঠে নামার আগে অবশ্য বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বেশ প্রত্যয়ী। দৃঢ়তার সঙ্গে জানালেন এই ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে চান তারা। অপরদিকে জিম্বাবুয়েও প্রথম টেস্ট জিতে আত্মবিশ্বাসে টইটুম্বুর। অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজার বিশ্বাস মিরপুর টেস্ট জয় তুলে সিরিজ জিতেই দেশে ফিরবে তারা।
Comments