সাভারে চলন্ত বাসে নারীকে হত্যা

স্টার অনলাইন গ্রাফিক্‌স

সাভারের মরাগাং এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গতকাল শুক্রবার রাতে বৃদ্ধ বাবাকে নামিয়ে দিয়ে চলন্ত বাসে এক নারীকে হত্যা করা হয়েছে। এরপর, ওই নারীর লাশ মহাসড়কের পাশে ফেলে দিয়ে পালিয়ে গেছে বাসটির চালক ও সহযোগীরা।

নিহতের নাম জরিনা খাতুন (৪৫)। তিনি সিরাজগঞ্জের চৌহালি উপজেলার খাজ কাওয়ালী গ্রামের আলী আকবরের মেয়ে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু জানান, ‘বাবাকে সঙ্গে নিয়ে জরিনা আশুলিয়ায় তার মেয়ে রোজিনার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। বাড়ি ফেরার উদ্দেশে ঘটনার দিন সন্ধ্যায় তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ইউনিক বাসস্ট্যান্ড থেকে টাঙ্গাইলগামী একটি বাসে উঠেন।’

জরিনার বাবার বরাতে ওসি রিজাউল জানান, যাত্রীদের প্রায় সবাই বাস থেকে নেমে গেলে বাসের চালক, সহযোগী ও অপর চার লোক মিলে বাবা ও মেয়ের উপর হামলা চালায়। এ সময় এই দুইজনকে মারধর করা হয় এবং তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।

জরিনা বাধা দিলে তাকে হত্যা করে দুর্বৃত্তরা তার লাশ মহাসড়কের পাশে ফেলে দিয়ে চলে যায়। এর আগে, চলন্ত অবস্থাতেই বাস থেকে বাবা আকবরকে ফেলে দেওয়া হলে গুরুতর আঘাত পান তিনি।

পরে আকবর টহলরত পুলিশকে বিষয়টি জানালে, আশুলিয়া সেতু এলাকা থেকে সন্ধ্যা সাড়ে ৮টার দিকে জরিনার লাশ উদ্ধার করা হয়।

Comments

The Daily Star  | English

Ishraque alleges political obstruction in DSCC mayoral appointment

Announces establishment of 'Mayor's Cell' to monitor service delivery in the city

1h ago