১৪ দলীয় জোটে যেতে চায় বি চৌধুরীর যুক্তফ্রন্ট

বিকল্পধারা বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও যুক্তফ্রন্টের শীর্ষ নেতা মাহী বি চৌধুরী আজ বলেছেন, তার জোট ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সঙ্গে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক।
যুক্তফ্রন্টের নেতৃত্বে থাকা বিকল্পধারা বাংলাদেশের মাহী বি চৌধুরী ও মেজর (অব.) মান্নান আজ ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন। ছবি: সংগৃহীত

বিকল্পধারা বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও যুক্তফ্রন্টের শীর্ষ নেতা মাহী বি চৌধুরী আজ বলেছেন, তার জোট ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সঙ্গে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক।

ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মাহী বলেন, ‘এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য শিগগিরই ফের বেঠকে বসবে যুক্তফ্রন্ট ও আওয়ামী লীগ।’

মাহী এবং বিকল্পধারা অপর শীর্ষ নেতা মেজর (অব.) মান্নান এ সময় নির্বাচন এবং মনোনয়ন নিয়ে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আলোচনা করেন।

উল্লেখ্য, বিকল্পধারা বাংলাদেশের সভাপতি (বিডিবি) এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে গঠিত হয় রাজনৈতিক জোট যুক্তফ্রন্ট। গত মাসের শুরু থেকে ড. কামালের সঙ্গে সরকারবিরোধী জাতীয় ঐক্যপ্রক্রিয়া গঠনের সঙ্গে যুক্ত থাকলেও ১৩ অক্টোবর বি. চৌধুরীকে বাদ দিয়েই জাতীয় ঐক্যফ্রন্টের ঘোষণা এসেছিল। এর পর দল ভেঙে একটি অংশ ঐক্যফ্রন্টে যোগ দেয়।

শেষমেশ ১৪ দলীয় জোটের সঙ্গেই যুক্ত হওয়ার ঘোষণা দিলেন মাহী।

Comments