বিশেষ সম্মাননা নিলেন তামিম-মুশফিক, ছিলেন না সাকিব
মিরপুর টেস্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হঠাৎ দেখা গেল সাদা ব্লেজার পরিয়ে দেওয়া হচ্ছে তামিম ইকবালকে। হাতে তুলে দেওয়া হচ্ছে ক্রেস্ট। খানিকপর তা পেলেন মুশফিকুর রহিমও। ঘটনা কি? মুশফিক না হয় করেছেন ডাবল সেঞ্চুরি, দেশের হয়ে সবচেয়ে বেশি রানের ইনিংস। কিন্তু তামিম তো এই ম্যাচ খেলেননই। ভুল ভাঙল অবশ্যই তখনই। আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করা তিন বাংলাদেশি ক্রিকেটার তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানকে সম্মাননা জানানোর ব্যবস্থা করেছিল বিসিবি। সাকিব না থাকলেও বাকি দুজন নিয়েছেন সম্মাননা।
টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি মিলিয়ে দেশের হয়ে ১০ হাজারি ক্লাবে যাওয়া তিন ক্রিকেটারের জন্য ছিল বিশেষ ব্লেজার, স্বর্ণ খচিত ক্রেস্ট। সেখানে লেখা ছিল 10k Club Members।
২০১৭ সালের মার্চে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবার আগে ১০ হাজার রান পূর্ণ করেন তামিম। এই বছরের জানুয়ারি মাসে ১০ হাজার স্পর্শ করেন সাকিব। আর এই জিম্বাবুয়ে সিরিজেই ১০ হাজারে পৌঁছান মুশফিক। সময়ের হিসেবে তামিম ইকবাল প্রায় দেড় বছর আগে পৌঁছান এই ল্যান্ডমার্কে।
ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন একসঙ্গেই তিনজনকে সম্মান জানাতে চেয়েছিলেন তারা, 'তিনজনই ১০ হাজারের কাছাকাছি ছিল। মুশফিকেরটা এবার হলো তারা আমাদের তিন গুরুত্বপূর্ণ ক্রিকেটার। তাদের এই অর্জনকে একসঙ্গে আমরা সম্মান জানাতে চেয়েছি।’
Comments