বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে হারাল সেই নেদারল্যান্ডস
নিজেদের যেন হারিয়ে খুঁজছিল নেদারল্যান্ডস। টানা ব্যর্থতায় রাশিয়া বিশ্বকাপের মূলপর্বেও জায়গা পায়নি দলটি। সেই দলটিই দাপটের সঙ্গে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। অথচ শেষ পাঁচ ম্যাচেই তাদের বিপক্ষে হেরেছিল ডাচরা। তবে এদিন নিজেদের ফিরে পেয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য বিস্তার করে ২-০ গোলে ম্যাচ জিতে নিয়েছে কমলাজার্সিধারীরা।
এদিন ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যেতে পারতো নেদারল্যান্ডস। মেমফিস ডিপাইয়ের ক্রস থেকে ফাঁকায় বল পেয়েছিলেন জর্জিনো ভিনালডাম। কিন্তু |তার শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন ফরাসী হুগো লরিস। ১০ মিনিটে সুযোগ ছিল ফ্রান্সেরও। লুকাস দিনের ক্রস থেকে নেওয়া আতোঁয়া গ্রিজমানের হেড ফিরিয়ে দেন ডাচ গোলরক্ষক সিলেসেন।
তিন মিনিট পর ডিপাইয়ের জোরালো শট ফিরিয়ে দেন ফরাসী গোলরক্ষক লরিস। ৪৪ মিনিটে কাঙিক্ষত গোলের দেখা পায় নেদারল্যান্ডস। ফ্রাঙ্ক ডি জংয়ের ক্রস ফরাসী এক ডিফেন্ডার ঠিকভাবে বিপদমুক্ত করতে না পারলে বল চলে যায় ফাঁকায় দাঁড়ানো রায়ান বাবেলের পায়ে। তার শট লরিস ফেরালেও ফিরতি বলে দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন মিডফিল্ডার ভিনালডাম।
৬২ মিনিটে ডামফ্রিসের হেড ফেরানোর ফিরতি শটও ফিরিয়ে দেন গোলরক্ষক লরিস। ১১ মিনিটে পর ডিপাইয়ের নেওয়া ফ্রি কিকও ফেরান এ গোলরক্ষক। ৭৬ মিনিটেও ডিপায়ের দারুণ এক শট ফিরিয়ে দেন লরিস। ৯০ মিনিটে আরও একবার ত্রাতা এ গোলরক্ষক। ডি জংয়ের দূরপাল্লার শট ঝাঁপিয়ে পড়ে ফিরিয়ে দেন তিনি।
ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টি পায় নেদারল্যান্ডস। ডি জংকে ডিবক্সের মধ্যে সিসোকো ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পটকিকে দলের জয় নিশ্চিত করেন ডিপাই। ফলে ১৫ ম্যাচ পর হারের স্বাদ পেল ফ্রান্স।
Comments