ভোটকেন্দ্র পাহারা দিন: ড. কামাল
নির্বাচন বয়কট না করে সারাদেশে ভোটকেন্দ্র পাহারা দেবার জন্য জনগণের প্রতি আহবান জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন।
আজ বিকেল জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট আয়োজিত জাতীয় আইনজীবী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের পর সরকারকর্তৃক আদালতে ‘শিগগিরই নির্বাচনের’ প্রতিশ্রুতি দেবার পরও পাঁচ বছর ক্ষমতায় থাকাকে তিনি ‘জনগণের সঙ্গে ভাঁওতাবাজি’ হিসেবে উল্লেখ করেন।
সুপ্রিম কোর্ট বার প্রাঙ্গণে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি ও জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের আহ্বায়ক জয়নুল আবেদীন। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
ড. কামাল বলেন, ‘২০১৪ সালের নির্বাচন বয়কট করে অনেক ক্ষতি হয়ে গেছে। আর যেন ক্ষতি না হয়। নির্বাচন বয়কটের কথা না বলে আপনারা ভোটকেন্দ্র পাহারা দেবেন। জনগণ নেমে আসলে কোনো কিছুই আটকাতে পারবে না। শহীদদের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে অর্জিত এই দেশ এটা কোনো সহজ কথা নয়। আমরা শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করতে পারি না।’
এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, বর্তমান কমিশন স্থানীয় সরকার নির্বাচনই ঠিকমত করতে পারেনি। সেখানে জাতীয় নির্বাচন কীভাবে করবে। তিনি নির্বাচন কমিশনের প্রতি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করারও দাবি জানান।
সমাবেশ থেকে ড. কামাল ও মির্জা ফখরুল দুজনই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিয়ে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সম্পাদক ও জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের সদস্য সচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও জমির উদ্দিন সরকার।
Comments