ঐক্যফ্রন্টের হয়ে নির্বাচন করবেন সাবেক অর্থমন্ত্রী কিবরিয়ার ছেলে
সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া নবগঠিত বিরোধী রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে নির্বাচনে অংশ নিতে চান।
অর্থনীতিবিদ রেজা কিবরিয়া ইতিমধ্যে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের দল গণফোরামে যোগ দিয়েছেন। বাবা শাহ এ এম এস কিবরিয়া হবিগঞ্জ-৩ আসন থেকে ২০০১ সালে সাংসদ নির্বাচিত হলেও, ছেলে রেজা কিবরিয়া হবিগঞ্জ-১ আসনে গণফোরামের প্রার্থী হয়েছেন।
রেজা কিবরিয়ার উদ্ধৃতি দিয়ে দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, ‘আওয়ামী লীগ বিগত ১০ বছর ধরে যেভাবে দেশ পরিচালনা করছে, তার সঙ্গে তিনি একমত নন। ক্ষমতাসীন দলটির বর্তমান রাজনৈতিক মতাদর্শের সঙ্গে তার আদর্শের মিল নেই।’
তিনি অভিযোগ করে বলেন, ‘তার বাবার হত্যাকাণ্ড নিয়ে সঠিক তদন্তের কোনো উদ্যোগ নেয়নি আওয়ামী লীগ।’
Comments