ভিডিও কনফারেন্সে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন তারেক

গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আজ সকাল থেকে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর সঙ্গে যুক্ত হয়েছেন। ছবি: সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ রোববার সকালে শুরু হওয়া সাক্ষাৎকারে তারেক রহমান লন্ডন থেকে যুক্ত হয়েছেন। বিএনপির প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান দ্য ডেইলি স্টারকে এই তথ্য জানান।

সকাল ৯টা ১০ মিনিটে দিকে থেকে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হয়। আজ রংপুর ও রাজশাহী বিভাগের মনোনয়ন ফরম গ্রহণকারীদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। ঘটনাস্থল থেকে আমাদের স্টাফ করেসপন্ডেন্ট জানান, দেশের সর্ব উত্তরের পঞ্চগড়-১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে সাক্ষাৎকার গ্রহণ শুরু করে বিএনপির পার্লামেন্টারি বোর্ড।

দলটির পার্লামেন্টারি বোর্ড আগামী ১৯ নভেম্বর বরিশাল ও খুলনা বিভাগের, ২০ নভেম্বর চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট বিভাগের ও এর পরদিন ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করবে।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয় যে স্থায়ী কমিটির কোনো সদস্য একটির বেশি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন না।

Comments

The Daily Star  | English
US attack on Iran nuclear sites

Iran denounces US attack as ‘outrageous’

Iran says 'no signs of contamination' after US attacks on key nuclear sites

10h ago