সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলন গ্রেপ্তার

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা আ ন ম এহছানুল হক মিলনকে বন্দরনগরী চট্টগ্রামের চকবাজারের একটি বাড়ি থেকে আজ (২৩ নভেম্বর) ভোরে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
ANM Ehsanul Haque Milon
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা আ ন ম এহছানুল হক মিলন। ছবি: ফেসবুক থেকে নেওয়া

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা আ ন ম এহছানুল হক মিলনকে বন্দরনগরী চট্টগ্রামের চকবাজারের একটি বাড়ি থেকে আজ (২৩ নভেম্বর) ভোরে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

চাঁদপুর থানার অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, “গোয়েন্দা পুলিশ (ডিবি) ও চাঁদপুর পুলিশের যৌথ অভিযানে ভোর সাড়ে ৪টার দিকে নগরীর চট্টেশ্বরী রোডের শাহ আলম নামের এক ব্যক্তির ‘মমতাজ ছায়ানীড়’ নামের বাড়ি থেকে মিলনকে গ্রেপ্তার করা হয়।”

আজ দুপুরের মধ্যে মিলনকে চাঁদপুরের আদালতে হাজির করা হবে বলে জানান চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবির।

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলন গত কয়েকদিন ধরে বন্ধু শাহ আলমের ওই বাড়িটিতে লুকিয়ে ছিলেন বলে জানান চাঁদপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুন। শাহ আলমকেও গ্রেপ্তার করেছে পুলিশ। মিলনের বিরুদ্ধে ১৬টি মামলা থাকার কথাও জানিয়েছেন মামুন।

চাঁদপুর-১ (কচুয়া) আসন থেকে বিএনপির হয়ে নির্বাচনে অংশ নিতে এ মাসের মাঝামাঝি সময় বিদেশ থেকে ফিরেন মিলন। কিন্তু, বিএনপি সূত্রে বলছে আদালতে তার বিরুদ্ধে হত্যা, চুরি, ছিনতাই, লুটপাট ও ভাঙচুরের ২৫টি মামলা রয়েছে।

Comments