১৫০ রানও কঠিন হবে ওদের জন্য: নাঈম

Nayeem Hasan
উইকেট পেয়ে নাঈমের উদযাপন। ছবি: ফিরোজ আহমেদ

দ্বিতীয় দিন শেষেই ঘুর্ণি বোলারদের দাপটে চট্টগ্রাম টেস্ট দোলাচলে। ম্যাচের পরিস্থিতি বলছে তৃতীয় দিনেই এই পিচ থেকে হয়ে যাবে ফায়সালা। দ্বিতীয় ইনিংসে শেষ পাঁচ উইকেট রেখে ১৩৩ রানে এগিয়ে থাকা বাংলাদেশ তবু খুব বেশি দুশ্চিন্তায় নেই। অভিষেকে পাঁচ উইকেট নেওয়া অফ স্পিনার নাঈম হাসানের মতে এই উইকেট থেকে রান তাড়া করে ম্যাচ জেতা ভীষণ কঠিন হবে ওয়েস্ট ইন্ডিজের।

প্রথম ইনিংসে ৭৮ রানের লিড পেলেও দ্বিতীয় ইনিংসে নেমে ব্যাটিং ধসে পড়েছে বাংলাদেশ। ৫ উইকেটে ৫৫ রান নিয়ে দিন শেষ করেছে। উইকেটে বল ঘুরছে, লাফাচ্ছে, নিচু হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ইনিংসে ২৪৬ রানে আটকে দিতে ৬১ রানে ৫ উইকেট নেন নাঈম। উইকেটের ভাষা তার ভালোই জানা। ক্রমশ ভাঙতে থাকা এই উইকেটে দেড়শো রানই নিরাপদ তার কাছে, ‘আমরা যদি ভালো জায়গায় বোলিং করি ১৫০ রানও কঠিন হবে ওদের জন্য।’

তৃতীয় দিনে নামবেন দুই অপরাজিত ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ। ব্যাট করতে বাকি মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথম ইনিংসে দায়িত্বশীল ব্যাট করা নাঈম হাসান নিজেও আছেন। সব মিলিয়ে যত বেশি পারা যায় লিড বাড়াতে চায় বাংলাদেশ,  ‘আমাদের লক্ষ্য যতক্ষণ সম্ভব ব্যাট করতে পারি ততক্ষণ ব্যাট করা, যত স্কোর হবে ডিফেন্ড করবো। কারণ উইকেটে তো স্পিন করছে, আমাদের দলে ভালো স্পিনার আছে, সাকিব ভাই, তাইজুল ভাই, মিরাজ ভাই। কাজেই সমস্যা হবে না আশা করি।’

Comments