নিরপেক্ষভাবে আইনের প্রয়োগ না হলে সেটি ‘কালো আইন’ হয়ে যায়: মাহবুব তালুকদার

Mahbub Talukder
নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। ফাইল ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ অবস্থানে থেকে দায়িত্ব পালনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ (২৫ নভেম্বর) সকালে নির্বাচন উপলক্ষে সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ব্রিফিংয়ে অন্য চার কমিশনারকে সঙ্গে নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা এই নির্দেশনা দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে সিইসি বলেন, ‘প্রিসাইডিং কর্মকর্তাদের পরিচালনা না করে বরং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আপনাদের। নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রিসাইডিং কর্মকর্তাদের মধ্যে অধিকতর সমন্বয় প্রয়োজন।’

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাদের তত্ত্বাবধানে কাজ করবে। আপনারা আদেশ দিলেই কেবল তারা গুলি চালাতে পারবে। এক্ষেত্রে, নির্বাচনের সময় আপনাদের বিচারিক মনোভাব প্রয়োগ করবেন।’

তিনি আরও বলেন, ‘সকল প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। আপনাদের অবশ্যই নির্বাচনী আচরণবিধি অনুসরণ করতে হবে।’

শাহাদাত হোসেন চৌধুরীর কথার সূত্র ধরে আরেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, ‘নিরপেক্ষভাবে আইনের প্রয়োগ না হলে সেটি ‘কালো আইন’ হয়ে যায়, যা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে দিতে পারে। সুতরাং সবাইকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।’

Comments

The Daily Star  | English

Police vehicle torched in Gopalganj

The vehicle was set on fire allegedly by activists of the banned Bangladesh Chhatra League (BCL) in Gopalganj's Ulpur area

27m ago