বদলে যাওয়ার রহস্য জানতে মঙ্গলে নাসার রোবট

প্রতিবেশী লাল গ্রহটির প্রতি মানুষের আগ্রহ দিনে দিনে বেড়েই চলছে। আগ্রহীদের আরও খবর দিতে মঙ্গলে নেমেছে নাসার ‘ইনসাইট’ মহাকাশযান।
NASA engineers
২৬ নভেম্বর ২০১৮, মঙ্গল গ্রহে ‘আনসাইট’-এর রোবট সফলভাবে নামায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের কাছে অবস্থিত জেট প্রোপালশন ল্যাবরেটরি (জেপিএল)-এর প্রকৌশলীরা আনন্দে নেচে উঠেন। ছবি: রয়টার্স

প্রতিবেশী লাল গ্রহটির প্রতি মানুষের আগ্রহ দিনে দিনে বেড়েই চলছে। আগ্রহীদের আরও খবর দিতে মঙ্গলে নেমেছে নাসার ‘ইনসাইট’ মহাকাশযান।

সংস্থাটি জানায়, লাল গ্রহটির ভেতরের খবর সংগ্রহ করতে এই প্রথম এমন রোবট গতকাল (২৬ নভেম্বর) সফলভাবে নামানো হলো। রোবটটি এমনভাবে তৈরি করা হয়েছে যে এটি মঙ্গলের মাটির ভেতরের গর্জনের খবরও সংগ্রহ করতে পারবে। এর আগে, পৃথিবী ছাড়া আর কোথাও এমন যন্ত্রের ব্যবহার করা হয়নি।

রোবটটি সফলভাবে মঙ্গলের মাটি ছোঁয়ায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের কাছে অবস্থিত জেট প্রোপালশন ল্যাবরেটরি (জেপিএল)-এর প্রকৌশলীরা আনন্দে নেচে উঠেন।

পৃথিবী থেকে ৫৪৮ মিলিয়ন কিলোমিটার দূরে মঙ্গলের বুকে নামতে রোবটটি সময় নেয় ছয় মাস। প্রায় ১ বিলিয়ন ডলারের এই প্রকল্পের মাধ্যমে জানা যাবে কীভাবে একটি অপেক্ষাকৃত উষ্ণ, আর্দ্র গ্রহ বদলে গিয়ে এমন শুষ্ক, শীতল হয়ে উঠলো।

রোবটটি সেখানে পৃথিবীর হিসাবে ২৪ মাস বা মঙ্গলের হিসাবে এক বছর অবস্থান করবে।

‘ইনসাইট’-এর প্রধান তদন্তকারী ব্রুস ব্যানের্ড বলেন, “আমরা মঙ্গলের ভেতরের খবর নেওয়ার চেষ্টা করছি কারণ এর মাধ্যমে পৃথিবীর ভেতরের অনেক খবরও জানা যাবে।”

Comments