এখনও অনেক কিছুই শেখার বাকি আছে মেসির?

ফুটবল খেলা দেখেন অথচ লিওনেল মেসির নাম শোনেননি এমন মানুষ বিশ্বে হয়তো একটিও নেই। মাঠে অনন্য কিছু করার কারণেই বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় নাম মেসি। ব্যক্তিগত তো বটেই দলগত সাফল্যও ঈর্ষনীয় এ খেলোয়াড়ের। প্রতিনিয়তই নিত্য নতুন রেকর্ড গড়ে যাচ্ছেন এ ক্ষুদে জাদুকর। অথচ তার কিনা আরও অনেক কিছুই শেখার বাকি রয়েছে। ইউনিস্পোর্টস ও আডিডাসকে দেওয়ায় এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন এ আর্জেন্টাইন তারকা।

প্রতিনিয়তই নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চান মেসি, ‘আমার লক্ষ্য প্রতিনিয়তই উন্নতি করা এবং কি করেছি কিংবা কি পেয়েছি তাতে সন্তুষ্ট না থাকা। আমি প্রতিদিনই ভালো কিছু করতে চাই। আমার লক্ষ্য পূরণ করতে চাই এবং আরও ট্রফি জিততে চাই। অনেক কিছুই এখনও বাকি। নিজেকে আরও প্রতিযোগিতাপূর্ণ করতে চাই। সব জিততে চাই এবং হারতে পছন্দ করি না।’

নিজের খেলোয়াড়ি পজিশন নিয়েও কথা বলেন মেসি। দলের হয়ে আরও অনেক গোল করার প্রত্যয় ঝরে তার কণ্ঠে, ‘আমি খেলোয়াড়ের চেয়ে নিজেকে বেশি মনে করি ম্যাচের নিয়ন্ত্রক হিসেবে। যে কি না বল নিয়ে আরও অনেক কিছুই করতে পারে। যে খেলাকে আরও বেশি উপভোগ্য তৈরি করতে পারে। আমি আমাকে একজন গোল স্কোরার হিসেবে দেখতে চাই।’

গত এক দশকে কতো কীর্তিই না গড়েছেন মেসি। পাঁচটি ব্যালন ডি’অর জিতেছেন যার মধ্যে চারটি টানা চার বছরে। পাশাপাশি রেকর্ড পাঁচবার জিতেছেন ইউরোপীয় গোল্ডেন শু। গোলদাতা হিসেবে মেসির দখলে রয়েছে লা লিগায় সর্বোচ্চ ৩৯২ গোল (মঙ্গলবার পর্যন্ত) দেওয়ার রেকর্ড। লা লিগায় এক মৌসুমে সর্বোচ্চ ৫০টি গোল দিয়েছে। দিয়েছেন এক মৌসুমে সর্বোচ্চ ৭৩ গোল। এছাড়াও এল ক্লাসিকোতে সর্বোচ্চ ২৬টি গোল দিয়েছেন তিনি।

এতো গেল তার ব্যক্তিগত অর্জন। বার্সেলোনায় মোট ৩৩টি ট্রফি জিতেছেন যার মধ্যে রয়েছে ৯টি লা লিগা, ৪টি উয়েফা চ্যাম্পিয়নস লীগ এবং ৬টি কোপা দেল রে।

Comments

The Daily Star  | English

Iran announces new wave of attacks on Israel: state TV

Israel says conducted 'extensive strikes' in Iran's west, while explosions near Tel Aviv, sirens blare across Israel; smoke rises after explosion in Iran’s Tabriz

23m ago