প্রায় ৮০০ প্রার্থী মনোনয়ন দিয়েছে বিএনপি

রবিবার হরতাল ও অবরোধ নেই,

বিএনপি গতকাল সোমবার ও আজ মঙ্গলবার এই দুদিনে প্রায় ৮০০ জনকে মনোনয়ন দিয়েছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ এই তথ্য জানিয়েছেন।

বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমরা আমাদের দল থেকে এখন পর্যন্ত মনোনয়ন দিয়েছি প্রায় ৮০০-র মতো। ২০-দলীয় জোটের শরিকদেরও দেওয়া হয়েছে। আর জাতীয় ঐক্যফ্রন্ট তাদের নিজ নিজ দল থেকে মনোনয়ন দিচ্ছে। পরে যখন বাছাই হয়ে যাবে, তখন ঠিক করা হবে।’

তাহলে কি শরিকদের সঙ্গে সর্বমোট ৬০-এর বেশি আসন বণ্টন হবে না? সাংবাদিকের এ প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘মনে হয়।’

আরেক প্রশ্নের জবাবে ফখরুল জানান, ২০-দলীয় জোটের শরিকদের জন্য ১৫টির মতো আসন তারা ছেড়ে দিতে পারেন।

জাতীয় ঐক্যফ্রন্টের শরিকদের কত আসন ছাড়া হবে? এই প্রশ্নের উত্তরে ফখরুল বলেন, ‘এখন তারা তাদের দল থেকে মনোনয়ন দিচ্ছে। পরে এটা আলোচনা করে ঠিক করা হবে।’

২০-দলীয় জোটের মধ্যে বিজেপি, খেলাফত মজলিস, এলডিপি, জাতীয় পার্টি (কাজী জাফর), জমিয়তে উলামায়ে ইসলাম, এনপিপি, লেবার পার্টি ও সাম্যবাদী দলকে আসন ছেড়ে দিয়েছে বিএনপি। তবে এর সঠিক সংখ্যা জানাতে অপারগতা প্রকাশ করেন মির্জা ফখরুল।

বিএনপি জাতীয় ঐক্যফ্রন্টে অন্যান্য শরিকদের জন্য কতটি আসন ছাড়বে তা এখনও চূড়ান্ত হয়নি। ইতিমধ্যে গণফোরাম বিভিন্ন আসনে পৃথকভাবে অনেককেই মনোনয়ন দিয়েছে। তবে শেষ পর্যন্ত কোন আসনে কোন দলের প্রার্থী লড়বেন তা মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বরের মধ্যেই সিদ্ধান্তে পৌছতে হবে। এই জোটের সবাই ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন।

গত দুই দিনে সারাদেশের যতগুলো আসনে বিএনপি মনোনয়ন দিয়েছে তার অধিকাংশ ক্ষেত্রেই একাধিক প্রার্থীকে মনোনয়ন দিয়ে রাখা হয়েছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রার্থিতার অযোগ্যতার কারণে শেষ পর্যন্ত যেন আসন ফাঁকা না থাকে সে কারণেই একাধিক প্রার্থীকে মনোনয়ন দেওয়ার কৌশল নেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English

At least 204 bodies recovered from plane crash site: police

It’s the first Dreamliner crash since its 2011 commercial debut, says Aviation Safety Network

4h ago