নির্বাচন করছেন না মিন্টু, সোহেল, আলাল
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব–উন নবী খান সোহেল আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনেও আজ বুধবার তারা মনোনয়নপত্র জমা দেননি।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান দ্য ডেইলি স্টারকে জানান, এই তিন নেতার কেউ আজ মনোনয়নপত্র দাখিল করেননি। তবে এর পেছনের কোনো কারণের কথা তিনি জানাতে পারেননি।
বিএনপির একটি সূত্রে জানা যায়, বরিশাল-২ আসন থেকে মনোনয়ন না পাওয়ায় নির্বাচন করার সিদ্ধান্ত থেকে সরে আসেন মোয়াজ্জেম হোসেন আলাল। এর বদলে দল থেকে তাকে বরিশাল-৫ আসনের মনোনয়ন দেওয়া হয়েছিল।
হাবিব–উন নবী খান সোহেল এখন কারাগারে আছেন। ১৮ সেপ্টেম্বর রাজধানীর গুলশান থেকে তিনি গ্রেপ্তার হন। তার পক্ষে কেউ মনোনয়নপত্র দাখিল করেননি।
Comments