প্রস্তুতি না থাকায় পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাবে না ইইউ

বাংলাদেশ সফরে আসা ইউরোপীয় ইউনিয়নের দূত রেন্সজে তিরিংক বলেছেন, আগামী ৩০ ডিসেম্বরের সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য তাদের দিক থেকে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল আসবে না। এর জন্য যে প্রস্তুতির দরকার ছিল সেটি না থাকায় পর্যবেক্ষকদের আসা সম্ভব নয় বলে তিনি জানিয়েছেন।

বাংলাদেশ সফরে আসা ইউরোপীয় ইউনিয়নের দূত রেন্সজে তিরিংক বলেছেন, আগামী ৩০ ডিসেম্বরের সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য তাদের দিক থেকে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল আসবে না। এর জন্য যে প্রস্তুতির দরকার ছিল সেটি না থাকায় পর্যবেক্ষকদের আসা সম্ভব নয় বলে তিনি জানিয়েছেন।

আজ ঢাকায় প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে রেন্সজে তিরিংক সাংবাদিকদের ব্রিফিং করার সময় এ কথা জানান।

তিরিংকের নেতৃত্বে তিন সদস্যের একটি নির্বাচন বিশেষজ্ঞ দল গতকাল মঙ্গলবার ঢাকায় এসে পৌঁছান। এই দলের অপর দুই সদস্য হলেন, ডেভিড নোবেল ওয়ার্ড ও এরিনি মারিয়া গৌরানি। বাংলাদেশের নির্বাচন পূর্ববর্তী ও পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন তারা।

তিরিংক সাংবাদিকদের বলেন, সিইসি ও অন্যান্য কমিশনারদের সঙ্গে তাদের ইতিবাচক বৈঠক হয়েছে। একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আমরা আশাবাদী।

নির্বাচন পর্যবেক্ষকদের না আসা প্রসঙ্গে তিনি বলেন, ইইউ’র পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল না পাঠানোর পেছনে বেশ কিছু কারণ রয়েছে। এর জন্য অনেক প্রস্তুতির দরকার। এর জন্য আমাদের ছয় মাস আগে থেকেই প্রস্তুতি নেওয়া দরকার ছিল।

এই নির্বাচন সিইসি ও ইসি সদস্যদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং হবে বলেও তিনি মন্তব্য করেন।

Comments