তবে কি গেরো খুলল মাহমুদউল্লাহর?

প্রথম দুই সেঞ্চুরির মধ্যে ব্যবধান ছিল নয় বছরের। দ্বিতীয়টি থেকে তৃতীয়টিতে যেতে মাঝে থাকল কেবল এক টেস্ট। ক্যারিয়ারের শুরুর দিকে এক সেঞ্চুরি পাওয়ার পর আর সাদা পোশাকে তিন অঙ্কে যেতে পারছিলেন না মাহমুদউল্লাহ রিয়াদ। এবার তিন টেস্টের মধ্যেই পেয়ে গেলেন দুটি।
Mahmudullah
সেঞ্চুরির পর মাহমুদউল্লাহ। ছবি: ফিরোজ আহমেদ

প্রথম দুই সেঞ্চুরির মধ্যে ব্যবধান ছিল নয় বছরের। দ্বিতীয়টি থেকে তৃতীয়টিতে যেতে মাঝে থাকল কেবল এক টেস্ট। ক্যারিয়ারের শুরুর দিকে এক সেঞ্চুরি পাওয়ার পর আর সাদা পোশাকে তিন অঙ্কে যেতে পারছিলেন না মাহমুদউল্লাহ রিয়াদ। এবার তিন টেস্টের মধ্যেই পেয়ে গেলেন দুটি।

এই দুই সেঞ্চুরির মধ্যে ধরণে অবশ্য বেশ তফাৎ। জিম্বাবুয়েকে বড় লক্ষ্য দেওয়ার তাড়ায় খেলা সেঞ্চুরিটি ছিল দ্রুতলয়ে। অনেকটা ওয়ানডে মেজাজে খেলে ১২২ বলে তিন অঙ্কে পৌঁছেছিলেন মাহমুদউল্লাহ। এবার তৃতীয় সেঞ্চুরি করলেন সবচেয়ে ধীরলয়ে।

আগের দিন পঞ্চম ব্যাটসম্যান হিসেবে মুশফিকুর রহিম আউট হওয়ার পর নেমেছিলেন। দল তখন বেশ চাপে। এসব চাপের সময়ই অবশ্যই পছন্দ মাহমুদউল্লাহর। কোন তাড়াহুড়ো না করে সাকিব আল হাসানের সঙ্গে নির্বিঘ্নে দিন পার করে দেন।

দ্বিতীয় দিন নেমে শুরুতে কেমার রোচের পেস আর স্যুয়িং বেশ ভুগছিলেন। আউট হতে হতেও বেঁচেছেন বার দুয়েক। তবে প্রথম ঘণ্টা পার করে দেওয়ার পর হয়ে যান সাবলীল। তবে রান বাড়ানোর তাড়নায় এবার মোটেও পাগলাটে হতে দেখা যায়নি তাকে। সেঞ্চুরিতে পৌঁছাতে লাগিয়েছেন ২০৩ বল। সময়ের হিসাবে সেটা ৩২৭ মিনিট। এরচেয়ে বেশি সময় নিয়ে সেঞ্চুরি করার রেকর্ড আছে আর তিনজন বাংলাদেশির। 

সময়ের দাবি মিটিয়ে করা মাহমুদউল্লাহর সেঞ্চুরি বাংলাদেশকেও পাইয়ে দিয়েছে বিশাল সংগ্রহ। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার সময় তার নামের পাশে ঝলঝল করছে ২৪২ বলে ১৩৬ রান। দীর্ঘ ইনিংসে মেরেছেন ১০ বাউন্ডারি। বাংলাদেশ থেমেছে ৫০৮ রানে।

Comments

The Daily Star  | English

3 quota protest leaders held for their own safety: home minister

Three quota protest organisers have been taken into custody for their own safety, said Home Minister Asaduzzaman Khan

8m ago